প্রশ্ন: মুফতি সাহেব। আমি আমার পৈত্রিকসূত্রে ব্যবসায়ী। আমার বাবার রেখে যাওয়া সম্পদ দিয়েই ব্যবসা করবো বলে নিয়ত করেছি। কিন্তু সরকার ব্যবসার লাভের উপর অনেক বড় ট্যাক্স আরোপ করেছে। কিন্তু যদি ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যবসা করি, তাহলে ট্যাক্স কম আসে। ক্ষেত্র বিশেষে ট্যাক্স থেকে বাঁচাও যায়। এমতাবস্থায় কি আমার জন্য ব্যাংক থেকে সুদভিত্তিক ঋণ গ্রহণ করা জায়েজ আছে?
উত্তর: না। সুদীভিত্তিক ঋণগ্রহণ জায়েজ হবে না। যদিও সরকারকে ট্যাক্স দিতে হয়। এ উজরের কারণে সুদের মত হারাম বস্তু হালাল হয়ে যাবে না।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرِّبَا سَبْعُونَ حُوبًا، أَيْسَرُهَا أَنْ يَنْكِحَ الرَّجُلُ أُمَّهُ»
আবূ হুরায়রা রা. থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন; সুদের গুনাহর সত্তরটি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে ক্ষুদ্র স্তর হলো আপন মাকে বিবাহ (যেনা) করা। [সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২৭৪, শুয়াবুল ঈমান লিলবায়হাকী, হাদীস নং-৫১৩১, মুস্তাদরাক আলাস সহীহাইন, হাদীস নং-২২৫৯]
عَنِ ابْنِ مَسْعُودٍ، قَالَ لَعَنَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم آكِلَ الرِّبَا وَمُوكِلَهُ وَشَاهِدَيْهِ وَكَاتِبَهُ
ইবনু মাসউদ রা. হতে বর্ণিত আছে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম- সূদখোর, সূদ দাতা সূদের সাক্ষীদ্বয় ও সূদের (চুক্তি বা হিসাব) লেখককে অভিসম্পাত করেছেন। [সুনানে তিরমিজী-১/২২৯ হাদীস নং-১২০৬, সহীহ মুসলিম-২/৭২, হাদীস নং-১৫৯৮]
উত্তর লিখনে: লুৎফুর রহমান ফরায়েজী; পরিচালক-তালীমুল ইসলাম ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার ঢাকা। উস্তাজুল ইফতা– জামিয়া কাসিমুল উলুম সালেহপুর, আমীনবাজার ঢাকা।
-এএ