বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


জার্মান চ্যান্সেলর বললেন, ‘করোনাভাইরাস বড়দিনের ছুটি নেয় না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন ইউরোপের বিভিন্ন দেশে দ্রুত ছড়িয়ে পড়ছে। সংক্রমণ থেকে সুরক্ষায় বেশকয়েকটি দেশ ইতোমধ্যে পুনরায় বিধিনিষেধ আরোপ করছে। ইউরোপের দেশ জার্মানিও পুনরায় বিধিনিষেধ আরোপ করেছে। করোনার চলমান ঢেউয়ের সংক্রামক প্রবণতা নিয়ে দেশটির চ্যান্সেলর ওলাফ শলস বলেছেন, করোনাভাইরাস বড়দিনের ছুটি নেয় না।

মঙ্গলবার জার্মানির চ্যান্সেলর এই কথা বলেন। তিনি বলেন, আমরা পরবর্তী ঢেউয়ের ব্যাপারে চোখ বন্ধ করে রাখতে পারি না, অবশ্যই রাখা উচিত না। কারণ এটি ইতোমধ্যে আমাদের ওপর শুরু হয়ে গেছে। খবর বিবিসি অনলাইনের।

জার্মানি ঘোষণা দিয়েছে, ২৮ ডিসেম্বর থেকে বিধিনিষেধ পুনরায় চালু হচ্ছে এবং ১০ জনের বেশি লোক একসঙ্গে জমায়েত হওয়া যাবে না। এছাড়া নাইট ক্লাবগুলো বন্ধ থাকবে। এমনকি ওই তারিখ থেকে নির্ধারিত ফুটবল ম্যাচগুলো দর্শকবিহীন অনুষ্ঠিত হবে।

এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) ইউরোপের শীর্ষ নেতাদের সতর্ক করে বলেছে, ওমিক্রনে মহাদেশটির স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে। ডব্লিউএইচওর ইউরোপীয় শীর্ষ কর্মকর্তা হ্যান্স ক্লুজ ইউরোপিয়ান নেতাদের সতর্ক করে বলেছেন, ওমিক্রনের চলমান ঢেউ মহাদেশটির স্বাস্থ্য ব্যবস্থাকে খাদের কিনারায় নিয়ে যাবে।

ইইউর সর্বশেষ তথ্য অনুসারে, ইউরোপে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৮৯ মিলিয়ন এবং করোনায় মৃত্যু হয়েছে ১৫ লাখ মানুষের।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ