বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


শিশুদের যৌন নির্যাতন করায় ধর্মযাজকের ১২ বছরের জেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: শিশুদের ওপর যৌন নির্যাতন চালানোর অপরাধে পূর্ব তিমুরে যুক্তরাষ্ট্রের সাবেক একজন ধর্মযাজক রিচার্ড ডাসবাসকে (৮৪) ১২ বছরের জেল দেওয়া হয়েছে। নিজের অধীনে থাকা এতিম এবং অসহায় মেয়ে শিশুদের যৌন নির্যাতনের অপরাধে তাকে অভিযুক্ত করা হয়েছে।

আজ মঙ্গলবারের রায় সম্পর্কে ডাচবাচের আইনজীবী মিগুয়েল ফারিয়া বলেছেন, তিনি এই শাস্তি মেনে নেবেন না। বিবাদীর সঙ্গে সহযোগিতা করে যাবেন। বিবাদী, তার পরিবারের পক্ষে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করবেন।

পূর্ব তিমুরের মতো ক্যাথলিক দেশটিতে যৌন নির্যাতনের ধর্মযাজকের বিরুদ্ধে শাস্তির ঘটনা এটাই প্রথম। ১৯৯০এর দশকের শুরুতে এতিম এবং বিপন্ন শিশুদের জন্য তোপু হোনিস নামে একটি আশ্রয় প্রতিষ্ঠা করেছিলেন ওই যাজক। সেখানে আশ্রিতাদের ১৪ বছরের কম বয়সী শিশুদের ওপর যৌনতার ১৪টি অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। একটি অভিযোগ আনা হয়েছে শিশু পর্নোগ্রাফির এবং সহিংসতার।

গত ফেব্রুয়ারিতে এ মামলার বিচারকাজ শুরু হয় রাজধানী দিলি থেকে প্রায় ২০০ কিলোমিটার পশ্চিমে ওকুসে শহরে। এর চূড়ান্ত রায় ঘোষণা করা হয়েছে আজ মঙ্গলবার। এদিন আদালতের শুনানিতে জনগণকে উপস্থিত থাকতে দেওয়া হয়নি। এর আগে গত মাসে এ মামলার সর্বশেষ শুনানি হয়।

ফারিয়া বলেছেন, চারজন ভিকটিমের সাক্ষ্যের ওপর ভিত্তি করে এই রায় দেওয়া হয়েছে। কিন্তু অন্য কোনো সাক্ষ্য আমলে নেওয়া হয়নি। পক্ষান্তরে ভুক্তভোগীদের পক্ষের আইনজীবীরা এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তারাও আপিল করার কথা বলেছেন।

তাদের দাবি, ডাচবাচ যে ভয়াবহ অপরাধ করেছে তাতে তার সর্বোচ্চ ৩০ বছর পর্যন্ত শাস্তি হওয়া উচিত। যে ইতিহাস তিনি লিখিয়েছেন তা পুরো জাতির জন্য তিক্ত। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ