বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


মানবাধিকার ও নারী অধিকার রক্ষা আমাদের দায়িত্ব: তালেবান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, জনগণের প্রতিনিধি ও দায়িত্বশীল সরকার হিসেবে আফগানিস্তানে মানবাধিকার ও নারী অধিকার রক্ষা করাকে দায়িত্ব বলে মনে করে তালেবান। এছাড়া, সরকারে আফগানিস্তানের সকল অঞ্চলের যোগ্য আফগান নাগরিকের অংশগ্রহণও নিশ্চিত করতে চায় প্রশাসন।

গত রোববার পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের আফগানিস্তান বিষয়ক বিশেষ সম্মেলনে একথা জানান মুত্তাকি।

পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকি বলেন, আমরা আফগানিস্তানের ব্যাপারে সকল মুসলিম দেশের দাবি, উদ্বেগ ও পরামর্শ সাদরে গ্রহণ করতে প্রস্তুত রয়েছি। আমাদের লক্ষ্য আফগানিস্তানকে বর্তমান সংকট থেকে বের করে আনার জন্য একটি উপযুক্ত ও ন্যায়পূর্ণ রোডম্যাপ তৈরি করা।

আফগান পররাষ্ট্রমন্ত্রী আমেরিকার পক্ষ থেকে তার দেশের অর্থ আটকে রাখার তীব্র সমালোচনা করে বলেন, আফগান সম্পদ আটকে রাখার অর্থ সকল আফগান নাগরিকের সঙ্গে শত্রুতা এবং সুস্পষ্টভাবে মানবাধিকার লঙ্ঘন। তিনি সকল মুসলিম দেশে আফগানিস্তানের দূতাবাস আবার চালু করার আহ্বান জানান।

মুত্তাকি বলেন, আমরা সকল মুসলিম দেশকে এই নিশ্চয়তা দিতে চাই, আফগানিস্তানে বর্তমানে একটি দায়িত্বজ্ঞানসম্পন্ন ও প্রতিশ্রুতিশীল সরকার ক্ষমতায় রয়েছে।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে গত রোববার আফগানিস্তান বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের একটি সম্মেলন অনুষ্ঠিত হয়। মূলত পাকিস্তানের প্রচেষ্টাতেই এই সম্মেলনের আয়োজন করা হয়। এজন্য আফগানিস্তানের পক্ষ পাকিস্তানকে বিশেষ ধন্যবাদ জানান তালেবান পররাষ্ট্রমন্ত্রী।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ