বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


দিল্লিতে আরো একজনের ওমিক্রন আক্রান্ত, ভারতে মোট ৩৩

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী নয়া দিল্লিতে আরো একজনের দেহে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন শনাক্ত হয়েছে।

ওই ব্যক্তি দক্ষিণ আফ্রিকা সফর করেছিলেন। এ নিয়ে দিল্লিতে এই ভ্যারিয়েন্টে শনাক্তের সংখ্যা দাঁড়ালো ২। ভারতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩। এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি।

এতে বলা হয়েছে, বিশ্বজুড়ে যখন নতুন এই ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ বৃদ্ধি পেয়েছে তখন ভারতে এতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩। সরকারের তরফ থেকে শুক্রবার এক পূর্ব সতর্কতামূলক নোট দিয়ে টিকা এবং মাস্ক পরাকে গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করা হয়েছে। কেন্দ্রীয় কোভিড টাস্কফোর্সের প্রধান ড. ভি কে পাল বলেছেন, মাস্কের ব্যবহার কমে আসার বিরুদ্ধে সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিশ্বজুড়ে ওমিক্রন পরিস্থিতি হতাশাজনক। আমরা এখন এক ঝুঁকিপূর্ণ অবস্থায় কর্মকা- পরিচালনা করছি।

ওদিকে শুক্রবার মহারাষ্ট্রে নতুন সাত রোগীর মধ্যে তিন বছর বয়সী একটি শিশু আছে বলে রাজ্য সরকার নিশ্চিত করেছে। আতঙ্কের মধ্যে দু’দিনের জন্য বড় সমাবেশ নিষিদ্ধ করেছে মুম্বই। এ রাজ্যে যেসব সংক্রমণ দেখা দিয়েছে, তার বেশির ভাগেরই কোনো লক্ষণ নেই অথবা হালকা লক্ষণ দেখা দিয়েছে। ভারতজুড়ে যেসব সংক্রমণ দেখা দিয়েছে তার বেশির ভাগই হালকা।

গত ১লা ডিসেম্বর থেকে ভারতে গিয়েছেন কমপক্ষে ৯০ জন আন্তর্জাতিক পর্যায়ের যাত্রী। তাদের শরীরে করোনা ভাইরাস পজেটিভ শনাক্ত হয়েছে।

এর মধ্যে উচ্চ ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে ভারতে ফিরেছেন কমপক্ষে ৮০ জন। দিল্লিতে দ্বিতীয় যে ব্যক্তির শরীরে ওমিক্রন শনাক্ত হয়েছে তিনি দক্ষিণ আফ্রিকা সফর করেছেন। এখন পর্যন্ত দিল্লিতে অবস্থিত এলএনজেপি হাসপাতালে ২৭ জন যাত্রীর নমুনা পাঠানো হয়েছে জিনোম সিকুয়েন্স পরীক্ষা করার জন্য।

এখন পর্যন্ত বিশ্বের ৫৫ টি দেশে ওমিক্রন শনাক্ত হয়েছে। ভারতে ৫টি রাজ্যে এই সংক্রমণ দেখা দিয়েছে। সবচেয়ে বেশি এই ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে যেসব দেশে তার শীর্ষ তিনটি হলো বৃটেন, ডেনমার্ক এবং দক্ষিণ আফ্রিকা। ওদিকে যুক্তরাষ্ট্রের শীর্ষ মহামারি বিশেষজ্ঞ অ্যান্থনি ফাইচি এ সপ্তাহের শুরুর দিকে বলেছেন, আগের স্ট্রেইনগুলোর মতো ভয়াবহ নয় ওমিক্রন। তবে এই ভ্যারিয়েন্ট উচ্চ মাত্রায় সংক্রামক। ডেল্টা ভ্যারিয়েন্টের চেয়ে বেশি হতে পারে সেই সংক্রমণ।

এদিকে দেশে প্রথমবারের মতো করোনাভাইরাসের (কোভিড-১৯) নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন।

আজ শনিবার জিম্বাবুয়ে ফেরত দুই নারী ক্রিকেটারের দেহে ওমিক্রন শনাক্ত হয় বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, ‘আমাদের দুজন যে নারী ক্রিকেটারের শরীরে অমিক্রন ধরন পাওয়া গেছে, তাদের আমরা কোয়ারেন্টাইনে রেখেছি। তারা সুস্থ আছেন। তাদের যা যা চিকিৎসা দরকার, সেটি চলছে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানায়, গত ৯ নভেম্বর এক ব্যক্তির নমুনা থেকে প্রথম ল্যাব কর্তৃক নিশ্চিত ওমিক্রন সংক্রমণ শনাক্ত হয় দক্ষিণ আফ্রিকায় যা ২৪ নভেম্বর ঘোষণা দেওয়া হয়। অতি সংক্রামক এই ভ্যারিয়েন্টটি ইতোমধ্যে প্রায় ৬০টি দেশে ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে বৈশ্বিক সংস্থাটি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ