আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্য দিয়ে ভারতের ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (ডিজিসিএ) আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইটের উপর নিষেধাজ্ঞা বাড়ানোর ঘোষণা দিয়েছে। সূত্র - হিন্দুস্তান টাইমস।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) একটি বিজ্ঞপ্তিতে ডিজিসিএ জানিয়েছে, ২৬ নভেম্বরের প্রকাশিত বিজ্ঞপ্তির আংশিক পরিবর্তন করে, উপযুক্ত কর্তৃপক্ষ ২০২২ সালের ৩১ জানুয়ারি পর্যন্ত নির্ধারিত আন্তর্জাতিক বাণিজ্যিক যাত্রী পরিষেবা স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে।
তবে বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞাটি আন্তর্জাতিক অল-কার্গো অপারেশন এবং ডিজিসিএ কর্তৃক বিশেষভাবে অনুমোদিত ফ্লাইটের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
বিশ্ব জুড়ে ওমিক্রন প্রাদুর্ভাব বেড়ে যাওয়া এবং আন্তর্জাতিক যাত্রীদের জন্য ভারতের কঠোর নিয়মের মধ্যে দিয়ে এ ঘোষণা দিয়েছে দেশটি।
এর আগের দেশটির বিমান পরিবহন মন্ত্রী ঘোষণা দিয়েছিল, ১৫ ডিসেম্বর থেকে নিয়মিত আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করা হবে।
উল্লেখ্য, ভারতের সঙ্গে এয়ার বাবল চুক্তি রয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটেন, সংযুক্ত আরব আমিরশাহী, কেনিয়া, ভুটান, ফ্রান্স ও বাংলাদেশসহ আরও বেশ কয়েকটি দেশের।
-এএ