আওয়ার ইসলাম ডেস্ক: যুক্তরাষ্ট্র কার্যত হাত গুটিয়ে নেয়ার পর পারস্য উপসাগরীয় দেশগুলো তো বটেই, পুরো মধ্যপ্রাচ্যের রাজনীতি এখন ‘পরিবর্তনের হাওয়ায় টালমাটাল। এই অঞ্চলের বিভিন্ন দেশ তাদের অতীতের ‘শত্রুতা-মিত্রতা’র সম্পর্ক পুনর্মূল্যায়ন করতে ব্যস্ত সময় পার করছে। এ ক্ষেত্রে সামনের সারিতে রয়েছে সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত, ইরান ও তুরস্ক।
এই পরিকল্পনার অংশ হিসেবে প্রতিবেশী কাতারের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দোহার ওপর চার বছর আগে আরোপ করা সর্বাত্মক অবরোধ ব্যর্থ হওয়ার পর প্রথমবারের মতো মিত্রতার বিশেষ বার্তা পাঠিয়েছে রিয়াদ। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গতকাল বুধবার দোহায় পৌঁছে সেই বার্তাই দিয়েছেন।
সৌদি প্রেস এজেন্সির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার এএফপি জানায়, চলতি বছর কাতারের সঙ্গে কূটনৈতিক তিক্ততার অবসান ঘটিয়েছেন সৌদি যুবরাজ। তিনি দোহায় পৌঁছালে উষ্ণ অভ্যর্থনা জানান কাতারের আমীর তামিম বিন হামাদ আল থানি। এই সফরকে ঘিরে নেয়া অনুষ্ঠানমালা বেশ আড়ম্বরপূর্ণ, উভয় দেশের নেতাদের আচরণেও ঘনিষ্ঠতার ইঙ্গিত স্পষ্ট।
গতকাল বৃহস্পতিবার একটি যৌথ বিবৃতি দিয়েছে সৌদি আরব ও কাতার সরকার। তাতে উপসাগরীয় দেশগুলোর সংস্থা গালফ কো-অপারেশন কাউন্সিল, জিসিসির ঐক্য ও স্থায়ীত্বকে আরো শক্তিশালী ও বিস্তৃত করার প্রতিশ্রুতিবদ্ধতার কথা জানানো হয়। এই ঘোষণাকে উভয় দেশের সম্পর্কে নতুন অধ্যায় হিসেবে দেখা হচ্ছে।
আসন্ন জিসিসির বৈঠক সামনে রেখে সদস্য দেশগুলো সফরে বেরিয়েছেন এমবিএস খ্যাত সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এরইমধ্যে আমিরাত ও ওমান সফর করেছেন তিনি, মাস্কাটের সঙ্গে ৩০ বিলিয়ন ডলারের চুক্তিও সই হয়েছে। জিসিসির ৬টি সদস্য দেশ হলো- সৌদি আরব, আমিরাত, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার।
উল্লেখ্য, আল জাজিরা টেলিভিশন বন্ধ, ইসলামি আন্দোলনে সমর্থন প্রত্যাহার এবং ইরানের সঙ্গে ঘনিষ্ঠতা কমানোসহ বেশ কিছু দাবিতে ২০১৭ সালের জুনে কাতারের ওপর অবরোধ দেয়া হয়। সৌদির আকস্মিক ও অমানবিক ওই পদক্ষেপে পরে যুক্ত হয় সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর।
তবে দেশগুলোর যাবতীয় অভিযোগ অস্বীকার করে তুরস্ক ও ইরানের সহায়তায় অবরোধ ব্যর্থ করে দেয় কাতার। ফলে বাধ্য হয়ে পরিবর্তিত বৈশ্বিক রাজনীতির কারণে গত জানুয়ারিতে দোহার ওপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নিয়ে সম্পর্ক স্বাভাবিক করে দেশগুলো। এরপর কাতারের আমীর জিসিসির বৈঠকে যোগ দিতে রিয়াদ সফর করেন।
-এটি