বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬


ওমিক্রন: ভারতে আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

গতকাল বৃহস্পতিবার এমন সিদ্ধান্তের কথা জানিয়েছে দেশটি।

এর আগে ১৫ই ডিসেম্বর থেকে বেশ কিছু দেশের সঙ্গে বাণিজ্যিক ফ্লাইট চালুর কথা থাকলেও তা জানুয়ারি পর্যন্ত বাড়ানোর বিষয়টি এক বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ভারতের ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন-ডিজিসিএ। তবে বিশেষ প্রয়োজনে কিছু কিছু রুটে বিমান চলাচল করতে পারে বলেও জানিয়েছে ডিজিসিএ।

বিশ্বের ৫০টিরও বেশি দেশে ওমিক্রন ছড়িয়ে যাওয়ায় ফ্লাইট চলাচলে সাবধানতা অবলম্বন করছে ভারত। ওমিক্রনের সংক্রমণ রোধে ভারতের সবকয়টি বিমানবন্দরেই কড়াকড়ি আরোপ করা হয়েছে। ওমিক্রণের ঝুঁকিতে থাকা দেশ থেকে আসা যাত্রীদের ওপর নজরদারি বাড়াতে দিল্লি বিমানবন্দরে ২০টি কাউন্টার বসানো হয়েছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ