আওয়ার ইসলাম ডেস্ক: স্কটল্যান্ডের গ্লাসগোর একটি আদালত সেদেশের একটি মসজিদ ও ইসলামিক কেন্দ্রে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করার জন্য এক বর্ণবাদী ব্যক্তিকে সাড়ে ৭ বছরের কারাদণ্ডে দণ্ডিত করেছে।
স্কটল্যান্ডের গ্লাসগোর আদালত অক্টোবর মাসে ২৪ বছর বয়সী স্যাম এমেরিকে মোট আটটি কেসের সাজা প্রদান করেছে। এরমধ্যে দু’টি সন্ত্রাসবাদের কেস রয়েছে। স্যাম এমেরি ২০১৯ গ্রেপ্তার হয়েছিল। স্কটিশ পুলিশ বলেছে যে, স্যাম ফাইফ ইসলামিক সেন্টারে (Fife Islamic Centre) হামলার পরিকল্পনা করেছিল। এই সেন্টারে হামলা করার বিষয়ে সে একটি মেসেঞ্জার প্রোগ্রামে কথা বলেছিল।
এমেরির বিরুদ্ধে ফিফের গ্লেনরথ ইসলামিক সেন্টারে হামলার ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছিল, কিন্তু এই অভিযোগে তাকে খালাস করা হয়েছিল। এমরির বিরুদ্ধে আনিত অভিযোগের মধ্যে রয়েছে ইসলামোফোবিক এবং ইহুদি-বিরোধী বক্তব্যের মাধ্যমে সন্ত্রাসীদের উসকানি দেওয়া।
স্যাম এমেরির বাড়ির অনুসন্ধানে ২০১১ সালে নরওয়েতে ৭৭ জনের হত্যাকারী আরেক ডানপন্থী সন্ত্রাসী অ্যান্ডার্স ব্রুইকের একটি বিবৃতির প্রতিলিপি উদ্ধার করা হয়েছে। সূত্র: ইকনা
-এটি