আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের জয়পুরে আরও ৯ জনের শরীরে মিলল করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন। আক্রান্তরা একই পরিবারের সদস্য বলে জিনিউজের খবরে বলা হয়েছে। আক্রান্ত ৯ জনের মধ্য়ে ৪ জন দক্ষিণ আফ্রিকা ফেরত।
এই নিয়ে দেশটিতে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২১ জনে দাঁড়াল।
আজ রোববারই (৫ ডিসেম্বর) মহারাষ্ট্রে আরও৭ জনের দেহে মিলেছে ওমিক্রন। পিম্প্রিতে আক্রান্ত হয়েছেন এক পরিবারের ৬ জন। এদের মধ্যে রয়েছেন এক নারী ও তার দুই মেয়ে এবং ওই নারীর ভাই ও তার দুই মেয়ে। আক্রান্তরা সকলেই নাইজিরিয়া ফেরত। এছাড়াও ফিনল্যানড ফেরত এক ব্যক্তির দেহেও মিলেছে ওমিক্রন।
শনিবার (৪ ডিসেম্বর) মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে তানজানিয়া ফেরত একজনের দেহে ওমিক্রন ধরা পড়ে। সবমিলিয়ে মহারাষ্ট্রে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৮। ভারতে করোনার নতুন এই ধরনের প্রথম সন্ধান মেলে কর্ণাটকে। সেখানে এক চিকিত্সকসহ ২ জন ওমিক্রনে আক্রান্ত হন। এরপরই গুজরাটে একজনের দেহে মেলে ওই ভাইরাস। রাজধানী দিল্লিতেও হানা দিয়েছে করোনাভাইরাসের নতুন এই ধরন।
-এটি