বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

বায়ু দূষণ: দিল্লিতে অনির্দিষ্টকালের জন্য সব স্কুল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে মারাত্মক বায়ু দূষণের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সব স্কুল। সম্প্রতি বায়ু দূষণ খানিকটা কমায় স্কুল খুলে দেয়া হয়েছিল। কিন্তু, দিল্লির বাতাস ফের বিষাক্ত হয়ে গেছে বলে এমন ব্যবস্থা নেয়া হচ্ছে। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে হিন্দুস্থান টাইমস।

ভারতীয় সুপ্রিম কোর্টের কাছ থেকে এ নিয়ে কঠোর সমালোচনা শুনতে হয়েছে ভারত সরকারকে। তাই আবারো বন্ধ হলো শিক্ষার্থীদের স্কুলে যাওয়া।

দিল্লি প্রশাসন, কেন্দ্র ও দিল্লির প্রতিবেশী রাজ্যগুলোকে বায়ু দূষণ রোধে কড়া পদক্ষেপ নিতে ২৪ ঘণ্টার শেষ সময়সীমা দিয়েছিল সুপ্রিম কোর্ট। নির্দেশ দেয়া হয়েছিল কলকারখানা ও গাড়ি থেকে সৃষ্ট দূষণ রোধের ব্যবস্থা করতে। এ দু’কারণেই দিল্লির বর্তমান দুরবস্থা বলে জানিয়েছে ভারতীয় সুপ্রিম কোর্ট। এ কারণে ভারতীয় সুপ্রিম কোর্ট আবারো দিল্লির সব স্কুল বন্ধ করে দিয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে অনলাইনেই পড়াশোনা চলবে।

দিল্লির কেজরিওয়াল সরকারকে তিরস্কার করে ভারতীয় সুপ্রিম কোর্ট বলেছে, প্রাপ্তবয়স্করা বাড়ি থেকে কাজ করছে আর তিন-চার বছরের শিশুরা স্কুলে যাচ্ছে। আপনার সরকারের কাজ তদারক করতে একজনকে নিয়োগ করব।

ভারতে দীপাবলির পর থেকে খুবই খারাপ অবস্থা হয় দিল্লির। ধোঁয়াশায় চারদিক আচ্ছন্ন হয়ে যায়। সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, তিনি নিজের বাড়িতে মাস্ক পরে থাকছেন। দিল্লির কেজরিওয়াল প্রশাসন ১৩ নভেম্বর থেকে স্কুল-কলেজ বন্ধ করার নির্দেশ দেয়। সরকারি অফিসের কর্মীরা ওয়র্ক ফ্রম হোম করতে শুরু করেন। বায়ুদূষণ খানিকটা কমেছে, এ দাবি করে গত সোমবার ফের স্কুল খোলা হয়। কিন্তু, ফের দিল্লিতে বেড়েছে বায়ু দূষণের মাত্রা।

সূত্র: হিন্দুস্থান টাইমস, নিউজ-১৮।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ