বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন কাজের মাধ্যমে পুলিশ বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে: ডিএমপি কমিশনার অভিনেতা আবুল হায়াতের অভিনয়ে রিলিজ হল ইসলামি সংগীত ‘মিছে দুনিয়া’ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যাবে পিলখানার শহীদ পরিবার সংখ্যালঘুরা এদেশে মায়ের কোলে সন্তানের মতো নিরাপদ: চরমোনাই পীর শনিবার থেকে শুরু হচ্ছে নুরানী বোর্ডের ১৮তম সমাপনী পরীক্ষা ভারতকে ফ্যাসিবাদী-আধিপত্যবাদী নীতি বদলানোর আহ্বান হেফাজতে ইসলামের ইসকন নিষিদ্ধের দাবি তিন ইসলামি দলের

এবারও জাতিসংঘে কথা বলার সুযোগ দেওয়া হল না তালেবানকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানদের অধিবেশনে বসার অনুমোদন দেয়নি জাতিসংঘের স্বীকৃতি কমিটি। পাশাপাশি গৃহীত হয়নি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের স্বীকৃতির অনুরোধও।

নিউইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে কথা বলতে চেয়েছিল তালেবান। তবে তারা সেই সুযোগ পাবে কি না তা নিয়ে আগে থেকে সন্দেহ ছিল।

বুধবার জাতিসংঘের কমিটি আহ্বান করা হয়। আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি হয়ে কে কথা বলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধির ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি এদিন।

যার কারণে ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান এবং সামরিক জান্তার প্রতিনিধিরা ১৯৩ সদস্যের এই অধিবেশনে বসার অনুমতি পায়নি।

তালেবান তাদের দোহা ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করে। তিনি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টুইট করে জানান, আফগানিস্তানের লোকজন তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এবং তাদের অধিকার আছে জাতিসংঘে প্রতিনিধিত্ব করার।

গত ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর মরিয়া হয়ে তারা বৈশ্বিক স্বীকৃতি খুঁজছে। যদিও দেশটিতে ইতোমধ্যে মানবিক বিপর্যয় ঘটেছে। প্রায় অর্ধেক জংসংখ্যা ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ