আওয়ার ইসলাম ডেস্ক: তালেবানদের অধিবেশনে বসার অনুমোদন দেয়নি জাতিসংঘের স্বীকৃতি কমিটি। পাশাপাশি গৃহীত হয়নি মিয়ানমারের সামরিক জান্তা সরকারের স্বীকৃতির অনুরোধও।
নিউইয়র্কের সদর দপ্তরে জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকে কথা বলতে চেয়েছিল তালেবান। তবে তারা সেই সুযোগ পাবে কি না তা নিয়ে আগে থেকে সন্দেহ ছিল।
বুধবার জাতিসংঘের কমিটি আহ্বান করা হয়। আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকারের প্রতিনিধি হয়ে কে কথা বলবেন সে ব্যাপারে সিদ্ধান্ত হয়নি। মিয়ানমারের জান্তা সরকারের প্রতিনিধির ব্যাপারেও সিদ্ধান্ত হয়নি এদিন।
যার কারণে ইসলামিক রাষ্ট্র আফগানিস্তান এবং সামরিক জান্তার প্রতিনিধিরা ১৯৩ সদস্যের এই অধিবেশনে বসার অনুমতি পায়নি।
তালেবান তাদের দোহা ভিত্তিক মুখপাত্র সুহেইল শাহিনকে জাতিসংঘের দূত হিসেবে মনোনীত করে। তিনি ধারাবাহিকভাবে বেশ কয়েকটি টুইট করে জানান, আফগানিস্তানের লোকজন তাদের স্বাধীনতার জন্য যুদ্ধ করছে এবং তাদের অধিকার আছে জাতিসংঘে প্রতিনিধিত্ব করার।
গত ১৫ আগস্ট পুনরায় আফগানিস্তানের ক্ষমতায় আসে তালেবান। এরপর মরিয়া হয়ে তারা বৈশ্বিক স্বীকৃতি খুঁজছে। যদিও দেশটিতে ইতোমধ্যে মানবিক বিপর্যয় ঘটেছে। প্রায় অর্ধেক জংসংখ্যা ক্ষুধার্ত অবস্থায় দিনাতিপাত করছে।
এনটি