আন্তর্জাতিক ডেস্ক: মালদ্বীপের একটি মসজিদে পবিত্র কুরআন অবমাননা করার দায়ে এক ব্যক্তিকে ১০ দিনের জন্য আটক করা হয়েছে।
হাস্সান জিয়াদ নামে ৪০ বছরের ঐ ব্যক্তিকে পবিত্র কুরআনে থুথু দেওয়ার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। এর পূর্বেও ঐ ব্যক্তি দুই বার মসজিদের অবমাননা করেছিল। এর দায়ে তাকে গ্রেপ্তার করে পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়েছিল।
পবিত্র কুরআন অবমাননা করার জন্য মালদ্বীপের রাজধানী মালে-র ইব্রাহিম মসজিদের উপস্থিত মুসল্লিরা তাকে পুলিশের নিকট হস্তান্তর করে। কুরআনের অবমাননা করার কথা স্বীকার করার পর আদালতের প্রধান তাকে দেশের ইসলামী সম্প্রদায়ের জন্য বিপদ বলে মনে করেন এবং গ্রেপ্তারের নির্দেশ দেন।
আদালতের কর্মকর্তাদের মতে, ঐ ব্যক্তির অপরাধমূলক রেকর্ড রয়েছে। আর এ কারণে তদন্তকালে তাকে হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আপাতত তাকে ১০ দিনের জন্য গ্রেপ্তার করা হয়েছে এবং এর মধ্যে এই কেসের তদন্তও চলবে। যদিও
মালে পুলিশ বলেছে, যে ব্যক্তি পবিত্র কুরআনের অবমাননা করেছে সে মানসিক রোগী, মালদ্বীপের বিচার মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করেছেন।
মালদ্বীপ ভারতের দক্ষিণ-পশ্চিম অবস্থিত বেশ কয়েকটি দ্বীপ নিয়ে গঠিত এবং সেদেশের মোট জনসংখ্যা ৫ লাখ চল্লিশ হাজার এবং এর মধ্যে ৯৮ শতাংশ জনগণ মুসলিম।
-এটি