বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ব্রিটেনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে হামাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসকে ‘সন্ত্রাসী’ তালিকায় অন্তর্ভুক্তিতে ব্রিটেনের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেবে দলটি।

রোববার সেন্টার ফর প্যালেস্টিনিয়ান রিফিউজি স্টাডিজের এক অনলাইন কনফারেন্সে বক্তব্যে এই তথ্য জানান হামাসের পলিটিক্যাল ব্যুরোর সদস্য মুসা আবু মারজুক।

মুসা আবু মারজুক বলেন, ব্রিটেনের এই পদক্ষেপের বিরুদ্ধে বিভিন্ন সংস্থা ও সংগঠনের সাথে একত্রে কাজ করছে হামাস।

ব্রিটেন যাতে এই সিদ্ধান্ত বাতিল করে, তার জন্য হামাস ব্রিটিশ আইনজীবীদের সাথে কাজের কৌশল নিয়েছে বলে জানান আবু মারজুক।

মুসা আবু মারজুক বলেন, ফিলিস্তিনিদের মধ্যে বিভক্তিতে হামাসের স্বদেশের স্বাধীনতা রক্ষায় প্রতিরোধের স্বার্থ রক্ষা হবে না।

তিনি ফিলিস্তিনি প্রশাসন ও ক্ষমতাসীন রাজনৈতিক দল ফাতাহর প্রতি ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধের স্বার্থের ভিত্তিতে মীমাংসার জন্য আহ্বান জানান।

এর আগে গত ১৯ নভেম্বর ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণার জন্য একটি প্রস্তাব পার্লামেন্টে উত্থাপনের ঘোষণা করেন। পার্লামেন্টে আলোচনার পর ২৬ নভেম্বর ব্রিটিশ পার্লামেন্ট সদস্যরা এই প্রস্তাব পাস করেন।

হামাসকে সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত করায় ব্রিটেনে কেউ হামাসের সদস্য হলে বা সমর্থন করলে তাকে ১৪ বছর পর্যন্ত কারাদণ্ডে দণ্ডিত হতে হবে।

এর আগে ২০০১ সালে হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল-কাসসাম ব্রিগেডকে ব্রিটেনে 'সন্ত্রাসী সংগঠন' হিসেবে ঘোষণা করা হয়।

সূত্র: মিডল ইস্ট মনিটর।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ