আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর রামপুরায় বাসচাপায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় স্থানীয় বিক্ষুব্ধরা কমপক্ষে ৮টি বাসে আগুন দিয়েছেন।
সোমবার রাতে সাড়ে ১০টার দিকে ডিআইটি রোডে সোনালী ব্যাংকের সামনে এ দুর্ঘটনা ঘটে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
নিহতের নাম মাইনুদ্দিন। তিনি পূর্ব রামপুরার বাসিন্দা। তিনি রামপুরা একরামুন্নেসা বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।
ঘটনার পরপরই ঘটনাস্থলে জড়ো হয়ে বাসে আগুন দেন বিক্ষুব্ধরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে যাচ্ছে।
এতে রামপুরা ও আশপাশের এলাকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে আছে।
ওসি রফিকুল ইসলাম বলেন, সোমবার রাত ১১টার পর রামপুরা বাজারের কাছে বাসচাপায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে বাসে আগুন দিয়েছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কাজ করছে।
ঘাতক বাসটি অনাবিল পরিবহণের একটি বাস বলে জানিয়েছেন পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, অনাবিল পরিবহণের বাসটির ধাক্কায় একজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাস থেকে পালিয়ে যাওয়ার সময় আহত এক ব্যক্তিকে উপস্থিত পথিকরা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। বাসচালক হতে পারেন তিনি।
এনটি