শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

হেফাজত মহাসচিবের ইন্তেকালে আল্লামা মাহমুদুল হাসানের শোক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আদিয়াত হাসান: হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব, আন্তর্জাতিক তাহফফুজে খতমে নব্যুয়ত বাংলাদেশের সভাপতি, আল্লামা শাহ আহমদ শফী রহ. এর খলিফা ও শাগরেদ মাওলানা নূরুল ইসলাম জিহাদীর ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন হাইয়াতুল উলিয়ার চেয়ারম্যান, বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সভাপতি, মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমির ও জামিয়া মাদানিয়া যাত্রবাড়ী মাদরাসা মোহতামীম আল্লামা মাহমুদুল হাসান।

গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি বলেন, মাওলানা নূরুল ইসলাম রহ. একাধারে সুবক্তা, লেখক, সংগঠক ও দ্বীনের একজন ত্যাগী দাঈ ছিলেন। তিনি বেফাক ও হাইয়াতুল উলিয়ায় আমাদের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছেন। তিনি ছিলেন আমাদের সহযোদ্ধা ও সহকর্মী। তাকে হারিয়ে সত্যিই আমরা গভীরভাবে শোকাহত।

বেফাক সভাপতি বলেন, জীবনের প্রারম্ভে তিনি তাফসির মাহফিলের মাধ্যমে সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছেন। এছাড়া তিনি দ্বীন ইসলাম তথা খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা  রেখেছেন। জীবনের শেষ দিন পর্যন্ত তিনি ইসলাম ও খতমে নব্যুয়তের মর্যাদা রক্ষার আন্দোলনে সক্রীয় ছিলেন। একজন প্রথিতযশা আলেমে দ্বীন হিসেবে দ্বীনী শিক্ষা তথা ইলমে নবুবির বিস্তারেও তার অবদান অবিস্মরনীয় হয়ে থকাবে।

সবশেষে আল্লামা মাহমুদুল হাসান বলেন, তিনি ছিলেন এদেশের শিক্ষাসংস্কার আন্দোলনের সচেতনকর্মী। কওমি মাদরাসাগুলোর সর্বোচ্চ সংগঠন হাইয়াতুল উলিয়া ও কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকে তার অবদান চির স্মরণীয় হবে থাকবে। তার অভাব পূরণ হওয়ার মতো নয়। আল্লাহ তায়ালা তাকে জান্নাতের উচু মাকাম দান করুন। তার পরিবারকে সবরে জামিল দান করুন। আমিন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ