বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

আল্লাহই আমাদের সমস্যার সমাধান করবেন: আফগান প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: তালেবান ক্ষমতা দখলের পর আফগানিস্তানে বেকারত্বের হার ও দ্রব্যমূল্যের দাম বেড়ে যাওয়া নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ। এগুলো অজ্ঞ লোকের কাজ মন্তব্য করে তিনি বলেছেন, দেশটির বর্তমান পরিস্থিতির জন্য আগের সরকারই দায়ী।

আফগান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণের পর গত শনিবার (২৭ নভেম্বর) প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে হাসান আখুন্দ উল্টো প্রশ্ন ছুড়ে বলেন, তালেবান ক্ষমতা দখলের পরেই কি আফগানিস্তান সংকটে পড়েছে নাকি এগুলো আগে থেকেই ছিল?

তিনি বলেন, আফগান ইসলামিক আমিরাত কাউকে রিজিকের প্রতিশ্রুতি দেয়নি, আল্লাহই সবার জন্য খাবারের প্রতিশ্রুতি দিয়েছেন। আসুন, আমরা তার কাছে প্রার্থনা করি। তিনিই আমাদের সমস্যার সমাধান করবেন।

তালেবানের এ নেতা বলেন, আফগানিস্তানে ক্রমবর্ধমান বেকারত্ব ও অর্থনৈতিক সংকট মার্কিন-সমর্থিত সরকার থাকার সময়েই ছিল। এগুলো তালেবান ক্ষমতা দখলের কারণে তৈরি এমন কথায় আফগানদের প্রভাবিত না হতে অনুরোধ করেন তিনি।

হাসান আখুন্দ অভিযোগ করেন, পালিয়ে থাকা আগের সরকারের কিছু অংশ এখনো উত্তেজনা তৈরি করছে এবং তালেবান সরকারকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। পশ্চিমা মদতপুষ্ট ওই সরকার ‘বিশ্বের সবচেয় দুর্বল শাসন ব্যবস্থা’ ছিল বলেও মন্তব্য করেন বর্তমান আফগান প্রধানমন্ত্রী।

দেশটিতে চলমান দুর্ভিক্ষ আল্লাহর পরীক্ষা উল্লেখ করে তিনি বলেন, আসুন, সবাই এই পরিস্থিতি থেকে উত্তরণে খোদার কাছে প্রার্থনা করি।

আফগান প্রধানমন্ত্রী বলেন, আমরা সমস্যায় জর্জরিত। সৃষ্টিকর্তার দয়ায় আমরা জনগণের দুর্দশা ও কষ্ট দূর করার চেষ্টা করছি।

এসময় বিপদগ্রস্ত আফগানদের সংকট নিরসনে আন্তর্জাতিক সংস্থাগুলোকে অর্থ ও সহযোগিতা আটকে না রাখতে অনুরোধ করেন এ নেতা।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ