বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ভ্যাকসিনের নতুন ভার্সন বের করার ঘোষণা ফাইজার-বায়োএনটেকের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: করোনার নতুন ধরন ওমিক্রনের বিরুদ্ধে বাজারে ব্যবহৃত টিকা আদৌ কার্যকর কি না তা নিয়ে চলছে গবেষণা। তবে বর্তমান টিকা ওমিক্রন প্রতিরোধী না হলে ১০০ দিনের মধ্যে ভ্যাকসিনের নতুন ভার্সন বের করার ঘোষণা দিয়েছে ফাইজার ও বায়োএনটেক।

অন্যদিকে, নতুন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বুস্টার ডোজ বানানোর ঘোষণা দিয়েছে মডার্না। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে জনসন অ্যান্ড জনসনও।

করোনার ধাক্কা সামলে বিশ্ব যখন স্বাভাবিকের পথে হাঁটছে তখন আবারো উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে কোভিডের নতুন ধরন ওমিক্রন। গবেষকরা বলছেন, এটি ডেল্টার চেয়ে বেশি ভয়াবহ ও সংক্রামক। তাই স্বাভাবিকভাবেই বর্তমানে বাজারে থাকা করোনার টিকা ওমিক্রনের বিরুদ্ধে সুরক্ষা দেবে কি না সে নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে।

এরই মধ্যে ওমিক্রনের বিরুদ্ধে কোভিড কার্যকারিতা পরীক্ষায় গবেষণা শুরু হয়েছে। বর্তমানে ফাইজার বায়োএনটেকের যে টিকা রয়েছে সেটি ওমিক্রনের বিরুদ্ধে কাজ না করলে আগামী ১০০ দিনের মধ্যে টিকা হালনাগাদ করার যৌথ ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠান দুটি।

দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হওয়া ওমিক্রন মোকাবিলায় টিকায় কোনো পরিবর্তন প্রয়োজন আছে কি না কিনা ফল দুই সপ্তাহের মধ্যেই পাওয়ার আশা করছে ফাইজার।

ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে বিশ্বজুড়ে তুমুল উদ্বেগের মধ্যেই এক বিবৃতিতে ফাইজার বায়োএনটেক আরও জানায়, প্রয়োজন অনুযায়ী ১০০ দিনের মধ্যে নতুন ভ্যারিয়েন্ট উপযোগী টিকা বানিয়ে তা সরবরাহও শুরু করতে পারবে তারা। এরই মধ্যে আলফা ও ডেল্টা ভ্যারিয়েন্টের উপযোগী টিকার সংস্করণ বানিয়েছে ফাইজার ও বায়োএনটেক। যেগুলো বর্তমানে ক্লিনিক্যাল ট্রায়ালে রয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ