বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন রাষ্ট্রদ্রোহী সংগঠন চলতে দেয়া হবে না: মাওলানা আহমদ আলী কাসেমী ২২৫০০ কোটি নতুন টাকা ছাপিয়ে ৬ ব্যাংককে দিল বাংলাদেশ ব্যাংক দারুন্নাজাতের প্রাক্তন ছাত্র শিহাবউদ্দীনের আল আজহার থেকে এমফিল ডিগ্রি অর্জন

ইসরায়েলের সঙ্গে বিশাল চুক্তি করায় জর্দানে বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: ইহুদিবাদী ইসরায়েল এবং জর্দানের মধ্যে পানি ও বিদ্যুৎ বিনিময়ের বিষয়ে যে বিশাল চুক্তি হয়েছে তার বিরুদ্ধে জর্দানের রাজধানী আম্মানে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শুক্রবার আয়োজিত এ বিক্ষোভ মিছিলে হাজারও মানুষ অংশ নেন।

এই চুক্তি যদি বাস্তবায়ন হয় তাহলে সেটি হবে জর্দান ও ইসরায়েলের মধ্যে এযাবতকালের সবচেয়ে বড় চুক্তি। ২৭ বছর আগে জর্দান এবং ইহুদিবাদী ইসরায়েল শান্তি চুক্তি সই করেছিল। নতুন চুক্তির আওতায় জর্দান ইসরায়েলকে ৬০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবে। অন্যদিকে, ইসরায়েল থেকে পাবে ২০ কোটি ঘণমিটার লবণাক্ত মুক্ত পানি। জর্দান যে বিদ্যুৎ সরবরাহ করবে সে প্রকল্পে অর্থায়ন করেছে সংযুক্ত আরব আমিরাত।

এই চুক্তির বিরুদ্ধে জর্দানের লোকজন গতকাল আম্মানে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়ে বলেছেন, সরকার ইহুদিবাদী ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে অথচ প্রতিদিন ইহুদিবাদীরা ফিলিস্তিনি ভূখণ্ড দখল করছে। এছাড়া বিরোধীরা বলছেন, এই চুক্তির ফলে জর্দান ইহুদিবাদী ইসরায়েলের ওপর নির্ভরশীল হয়ে পড়বে। তাদের বক্তব্য হচ্ছে-সরকারের উচিত ইসরায়েলের ওপর নির্ভরশীল না হয়ে পানি সমস্যার প্রকৃত সমাধান করা।

বিক্ষোভকারীদের অনেকে বলেছেন, আমাদের যেমন বসবাসের অধিকার রয়েছে তেমনি ফিলিস্তিনিদেরও বসবাসের অধিকার রয়েছে। ইসরায়েল-ফিলিস্তিনি ইস্যুতে আমরা ফিলিস্তিনিদের সমর্থন করি। সূত্র: আল জাজিরা।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ