আন্তর্জাতিক ডেস্ক: করোনা ভাইরাসের অতিসংক্রামক ভারতীয় ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে ৫০ শতাংশ কার্যকর ভারত বায়োটেকের তৈরি করোনার টিকা কোভ্যাক্সিন।
চলতি বছর ভারতে সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের সময়ে ১৫ এপ্রিল থেকে ১৫ মে’র মধ্যে হওয়া গবেষণার ওপর ভিত্তি করে ফলাফল প্রকাশিত হয়েছে।
হিন্দুস্তান টাইমস জানায়, ক্লিনিক্যাল ট্রায়ালে ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা ছিল ৬৫ শতাংশ। তবে রিয়েল ওয়ার্ল্ড রিপোর্টে সেটি দাঁড়াচ্ছে কিছুটা কম। তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়ালে কোভ্যাক্সিনের আনুমানিক কার্যকারিতা প্রায় ৬৫ শতাংশ ছিল। সামগ্রিকভাবে ২৫ হাজার জনের ওপর করা ক্লিনিক্যাল ট্রায়ালে ৭৭.৮ শতাংশ ছিল কার্যকারিতার হার।
এর মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্টই করোনা কেসের জন্য সবচেয়ে বেশি দায়ী ছিল। মোট কেসের ৮০ শতাংশই এই ভ্যারিয়েন্ট থেকে হয়েছিল।
একজন বিশেষজ্ঞ চিকিৎসক বলেন, ‘আসলে ৫০ শতাংশ হলো বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রস্তাবিত সর্বনিম্ন মাত্রা। যত বেশি হবে, ততই ভালো।’
তিনি বলেন, ‘এমআরএনএ প্ল্যাটফর্মে পরীক্ষা চালু হওয়ার পরেই ৯০ শতাংশ বা তার বেশি উচ্চ মাত্রার কার্যকারিতা এসেছে। অন্যথায় ৫০ শতাংশ বেশি হলেই তা গ্রহণযোগ্য।’
-এএ