শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪ ।। ১৪ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিন্ময়সহ ১৭ ইসকন সদস্যের ব্যাংক হিসাবে লেনদেন স্থগিতের নির্দেশ ইসকন নিষিদ্ধের দাবিতে জুমার পর বায়তুল মোকাররমে হেফাজতের বিক্ষোভ অ্যাডভোকেট আলিফের কবর জিয়ারত ও পরিবারের পাশে হেফাজতের শীর্ষ নেতৃবৃন্দ  প্রাইমারি স্কুলে আলেম ধর্মীয় শিক্ষক বাধ্যতামূলক করতে হবে: মাওলানা ইসলামাবাদী বগুড়ায় ছাত্র আন্দোলনে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা শেরপুরে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা শেরপুরে শেখ হাসিনাসহ ৫৯ জনের নামে মামলা কাল বাদ জুমা বায়তুল মোকাররমে হেফাজতে ইসলামের বিক্ষোভ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে যা বললেন জামায়াত আমীর হজ নিবন্ধনের সময় বাড়ল ১৫ দিন

দেশে মাথাপিছু আয় বেড়ে ২৫৫৪ ডলার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমানে দেশে মাথাপিছু আয় বেড়ে ২ হাজার ৫৫৪ ডলারে উন্নীত হয়েছে, যা টাকার অঙ্কে ২ লাখ ১৬ হাজার ৫৮০। মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৪১১ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

আজ মঙ্গলবার (২৩ শে নভেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে একনেক সভা শেষে তিনি একথা জানান। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত হন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা। এর আগে, মাথাপছিু আয় ছিলো ২ হাজার ২২৭ ডলার।

পরিকল্পনামন্ত্রী জানান, একনেক সভায় ১০টি প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এছাড়া, মাথাপিছু আয় ও মোট জিডিপি সহ সব তথ্য প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হয়েছে।

তিনি বলেন, জিডিপির হিসাব ২০০৫-২০০৬ ভিত্তি বছরের পরিবর্তে ২০১৫-১৬ ধরা হয়েছে। তাতে জিডিপির আকার বেড়ে দাঁড়িয়েছে ২০২০-২১ অর্থবছরে ৩৪ হাজার ৮শ’ ৪০ বিলিয়ন টাকা যা ২০০৫-২০০৬ ভিত্তি বছরের হিসাবে ৩০ হাজার ১শ’ ১১ বিলিয়ন টাকা।

তিনি আরও বলেন, রিজার্ভ ৫০ বিলিয়ন, স্বাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ হয়েছে। এছাড়া, গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছর হয়েছে। দেশে দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ