আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদী জেলা বিএনপি কার্যালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন ও দলীয় নেতাকর্মীদের অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।
সোমবার সন্ধ্যা ৬টা থেকে পুলিশ দলীয় কার্যালয় অবরুদ্ধ করে রেখেছে বলে দাবি করছেন বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
তবে অবরুদ্ধ করে রাখার বিষয়টি অস্বীকার করছে পুলিশ।
জানা যায়, নরসিংদী সদর উপজেলার চিনিশপুর এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছে পুলিশ। অন্যদিকে কার্যালয়ের ভেতর কর্মীরা দাঁড়িয়ে আছেন। তবে কার্যালয়ের গেটে কোনো তালা দেখা যায়নি।
বিএনপি নেতাকর্মীরা জানান , সোমবার বিকেলে বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করতে দেওয়ার দাবিতে সমাবেশ ছিল। সন্ধ্যার দিকে পুলিশ কার্যালয়ের আশেপাশে ঘেরাও করে। তখন গেট দিয়ে বের হলেই পুলিশ আটক করে বলে দাবি তাদের ।
বিএনপির যুগ্ম-মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেন, আমিসহ ভেতরে কয়েক শ নেতাকর্মী অবরুদ্ধ আছি। বের হলেই আটক করা হচ্ছে। এখন পর্যন্ত কয়েকজনকে আটক করেছে। বের হলে আটক বা গ্রেপ্তার হবে এ ভয়ে কেউ বের হচ্ছে না।
তিনি আরো বলেন, ভেতরে যেসব নেতাকর্মী আছেন তারা সবাই তাদের মামলায় জামিনে রয়েছে। কারো বিরুদ্ধে কোনো গ্রেপ্তারি পরোয়ানা নাই। তারপর ও আমাদের হয়রানি করা হচ্ছে।
তবে নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম জানায়, বিএনপির নেতাকর্মীরা নিজরাই অবরুদ্ধ হয়ে রয়েছেন। পুলিশ তাদের কিছুই করেনি। এখন তারা অবরুদ্ধ হয়ে থাকলে পুলিশ কী করবে। মূলত অনেক লোকজন জড়ো হওয়ার কারণে উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ বিএনপি কার্যালয় এলাকায় অবস্থান করছে। যেন অপ্রীতিকর কোনো পরিস্থিতি না হয়।
তবে আটকের অভিযোগ বিষয়ে কোনো মন্তব্য করেনি পুলিশ।
এনটি