আওয়ার ইসলাম ডেস্ক: স্টেশনে ঢোকার সঙ্গে সঙ্গেই বাফার হুক ভেঙে ট্রেন ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। এতে কেউ হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
রোববার (২১ নভেম্বর) সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আশা আন্তঃনগর মহানগর প্রভাতি কিশোরগঞ্জে ভৈরব রেল স্টেশনে ঢোকার সময় এ ঘটনা ঘটে।
পরে হুক ভাঙ্গা বগিটি কেটে ভৈরবে রেখে দুই ঘণ্টা পর চট্টগ্রামে উদ্দেশে ট্রেনটি যাত্রা করে। এসময় একটি জংশন স্টেশনে হুক মেরামতের ব্যবস্থা না থাকায় যাত্রীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
জানা যায়, ঢাকা-থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তঃনগর মহানগর প্রভাতি এক্সপ্রেস ট্রেনটি ভৈরব স্টেশনে ঢুকে সকাল সাড়ে নয়টায়। ট্রেনটি ধীরগতিতে স্টেশনে থামার জন্য চালক ব্রেক করলে ট্রেনের ৬৪০১ নং এসি বগিটির বাফার হুক ভেঙে ট্রেনটি দুই ভাগে বিচ্ছিন্ন হয়ে যায়। গতি কম থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে রেলের ইঞ্জিনিয়ার বিভাগের লোকজন এসে ক্ষতিগ্রস্ত বগি কেটে ভৈরবে রেখে ২ ঘণ্টা পর ট্রেনটি চট্টগ্রামের পথে ভৈরব স্টেশন ত্যাগ করে।
ভৈরব ষ্টেশন মাষ্টার মো. নুরুন্নবী জানান, ট্রেনটি ভৈরব ষ্টেশনে ঢুকার পর ইঞ্জিন থেকে ৪ কোচ পর বাফার সিংটি ভেঙে যায়। বাফার সিং ভেঙে যাওয়ায় এ কোচটি এখন আর চালানো যাবেনা। বাফার হুক ভেঙে যাওয়া কোচটি সরিয়ে অন্য লাইনে কেটে রাখে। ট্রেনটি ২ ঘণ্টা বিলম্বে ভৈরব স্টেশন ত্যাগ করে।
-এএ