আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ায় আগুন লেগে পাঁচটি দোকান পুড়ে গেছে। শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে জানা যায়নি। তবে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন, তাদের ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া দোকানগুলো হলো- জসিমের তেলের দোকান, শাহজাহানের মোটরসাইকেল গ্যারেজ ও মুন্সি ক্রোকারিজ।
স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. নবী হোসেন বলেন, জুমার আগে মৌলভীর দোকান এলাকায় জসিমের তেলের দোকানসহ ৫-৬টি দোকানে আগুন লাগে। তাৎক্ষণিক ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
সাতকানিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা এসএম হুমায়ুন কার্ণায়েন বলেন, দুপুর ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ৫টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ও সূত্রপাত তদন্তের পর বলা যাবে।
-এএ