আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক মাদরাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৭ নভেম্বর) সকালে চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা যায়, মৃত সাদ্দাম হোসেন আল কাদেরির বাড়ি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের জাফরাবাদ গ্রামে। তিনি একই উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের কদমরসুল গ্রামের গাউসিয়া তৈয়বিয়া সুন্নিয়া দাখিল মাদরাসার জ্যেষ্ঠ শিক্ষক ও ভাটিয়ারী স্টেশন রোড এলাকার নেয়ামত আলী শাহ জামে মসজিদের খতিব ছিলেন।
মা ও শিশু হাসপাতালের পরিচালক ডা. নুরুল হক জানান, জ্বরে আক্রান্ত সাদ্দামকে শারীরিক আরও বিভিন্ন উপসর্গ নিয়ে গত ১৫ নভেম্বর দুপুর ২টা ৫৩ মিনিটে মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে ওইদিনই তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়। এরপর পরীক্ষায় তার ডেঙ্গু পজিটিভ ফলাফল আসে। বুধবার সকালে সাদ্দামের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, সাদ্দাম হোসেনের জ্বরের পাশাপাশি উচ্চ রক্তচাপ ও প্রচণ্ড শরীর ব্যাথা ছিল। তার পেটও ফুলে গিয়েছিল। এসব লক্ষণ সাধারণত ডেঙ্গু আক্রান্ত রোগীর থাকে। আমরা পরীক্ষা করালে ফলাফল পজিটিভ আছে। মা ও শিশু হাসপাতালে ভর্তির আগে একই উপসর্গ নিয়ে তিনি আরও দু’টি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহেরও বেশি সময় ধরে তিনি ডেঙ্গুতে আক্রান্ত ছিলেন।
-এএ