সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব

মসজিদ-মাদরাসার উন্নয়নে সাধ্য অনুযায়ী সহায়তার আশ্বাস মসিক মেয়র টিটুর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের (মসিক) মেয়র মুহা. ইকরামুল হক টিটু বলেছেন, মসজিদ মাদরাসার উন্নয়নে সাধ্য অনুযায়ী সবসময় সহায়তা করার চেষ্টা করবো, শহরের বিভিন্ন স্থানে আমরা মসজিদ নির্মাণ করেছি, পার্কে মসজিদ নির্মাণ করেছি, ঈদগাহ মাঠে সারা বছর নামাজ পড়ার ব্যবস্থা করেছি এবং যে কোনো সময় আপনারা আমাদের কে পাশে পাবেন।

মঙ্গলবার (১৬ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় চরপাড়া জামিয়া ইসলামিয়া মাদ্রাসার ভিতরে ড্রেনের নির্মাণ কাজ উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, পৃথিবীতে সকলেই যে যার দায়িত্ব পালন করছেন, তাদের সফলতার জন্য মানুষের দোয়া অত্যন্ত জরুরি। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে, ধর্মীয় কাজে মনযোগী থাকে, তাদের দ্বারা কখনো গুনাহের কাজ হতে পারে না। তারা কখনো মাদকাসক্ত হবে না, এখান থেকেই আমরা মাদকমুক্ত সমাজ গঠনের স্বপ্ন দেখি।

এসময় মসিক মেয়র টিটু মাদরাসার গোরাবা ফান্ডে নগদ ৫০হাজার টাকা, মাদরাসার পরিচ্ছন্নতার জন্য স্থায়ী ভাবে একজন পরিচ্ছন্ন কর্মী ও পরিচ্ছন্নতার কাজে ব্যবহৃত একটি ভ্যান এবং মাদরাসার পিছনে নিজস্ব জায়গায় বিল্ডিং নির্মাণে সহায়তার আশ্বাস দেন।

জামিয়ার শিক্ষা সচিব মাওলানা আব্দুল কাইয়ুমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন- ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. ফজলুল হক, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. আব্দুল মান্নান, ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর মুহা. কামাল খান, জামিয়া ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আনওয়ারুল হকসহ অন্যান্য ওলামায়ে কেরাম ও মাদরাসার শিক্ষার্থীবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ