সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত ফেনী সদর উপজেলায় জামায়াতের রুকন সম্মেলন শিক্ষার্থীদের সংঘর্ষ: ইন্ধনদাতাদের সতর্ক করলেন প্রেস সচিব

খাগড়াছড়িতে মুজাহিদ কমিটির উদ্যোগে মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

বাংলাদেশ মুজাহিদ কমিটি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে এক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ নভেম্বর) বিকাল ৩টায় শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত খাগড়াছড়ি পৌরসভা ঈদগাহ ময়দানে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

জেলা মুজাহিদ কমিটির সভাপতি মাওলানা আব্দুল কাদের ওয়াহেদীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নায়েবে আমীরুল মুজাহিদীন শাইখুল হাদিস মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম।

অতিথির বয়ানে মুফতি ফয়জুল করিম বলেন, যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে আর যারা নেক আমল করবে না তারাও জান্নাতে যাবে এমন নয়। ঈমান-আমল ছাড়া বেহেস্তে যাওয়া সম্ভব নয়। দুনিয়াতে আমরা শতদলে দলে বিভক্ত। আখিরাতে শুধু দুটি মাত্র দল থাকবে এক দল জান্নাতী আরেকদল জাহান্নামী। যতবড় ক্ষমতার অধিকারী হোক না কেন ঈমান-আমল ছাড়া আখেরাতে কোন মূল্য নেই।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মুজাহিদ কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব হযরত মাওলানা রাশেদুল ইসলাম রহমতপুরী, জেলা কওমি মাদ্রাসা ও ওলামা পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি ,চট্টগ্রাম ইপিজেড বাইতুন নুর জামে মসজিদের খতিব মাওলানা হারুন রশিদ ফারুকী, জেলা মুজাহিদ কমিটির ইমাম অডিটর মাওলানা সিফাত উল্লাহ, জেলা কোরআন শিক্ষা বোর্ডের সেক্রেটারি মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মুহাম্মদ পুর জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ দেলোয়ার হোসাইন, দিঘীনালা পূর্ব হাসিরপুর জামে মসজিদের খতিব মাওলানা কাউসার আজিজী ও দিঘীনালা হাসিন চানপুর জামে মসজিদের খতিব মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ।

পরিশেষে দেশ ,জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ