আওয়ার ইসলাম ডেস্ক: যশোরে বেনাপোল থেকে খুলনাগামী 'বেতনা এক্সপ্রেস' ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সঙ্গে সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে গেছে। শনিবার (১৩ নভেম্বর) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে যশোর জংশনে এ ঘটনা ঘটে।
এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি। তবে রেলক্রসিংয়ের ওপর ট্রেনের বগি আটকে থাকায় যশোর শহর থেকে চাঁচড়ায় চলাচলের সড়কও বন্ধ হয়ে গেছে।
ট্রেনটির চালক রবিউল ইসলাম জানান, বেনাপোল থেকে ট্রেনটি খুলনায় যাচ্ছিল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে যশোর স্টেশনে প্রবেশ মুহুর্তে মেইন লাইন থেকে ৩নম্বর লাইনে যাওয়ার সময় ট্রেনের দ্বিতীয় বগির কপলিংক ছিড়ে যায়। এতে ট্রেনটির বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটে।
যশোর জংশনের স্টেশন মাস্টার আয়নাল হাসান জানান, লাইনের কোনো সমস্যা নয়। কপলিংক ছিড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। খুলনা থেকে রিলিফ ট্রেন আসার পর পুনরায় রেল যোগাযোগ চালু করা সম্ভব হবে। আশা করছি রাত ১০টার মধ্যেই রেল যোগাযোগ স্বাভাবিক হবে।
এনটি