জুলফিকার জাহিদ।।
দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনে ৩ আলেমসহ ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর পক্ষ থেকে হাতপাখা প্রতীককে বিজয়ী হয়েছেন ৪ প্রার্থী।
বিজয়ীরা হলেন, বরিশালের চরমোনাই ইউনিয়নের মুফতি মোহাম্মদ জিয়াউল করিম, লক্ষীপুরের চরকাদিরা ইউনিয়নের আল্লামা খালেদ সাইফুল্লাহ, মাগুরা শত্রুজিৎপুর ইউনিয়নের মুফতি ওসমান গনি মুছাপুরী, কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ইউনিয়নের ডা. মানিক উদ্দিন।
এরমধ্যে চরমোনাই ৫ নং ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম প্রতিদ্বন্দ্বী নৌকা প্রার্থী থেকে ৩৫৫০ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
এদিকে আল্লামা খালেদ সাইফুল্লাহ ৪৭৬৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আশরাফ উদ্দিন রাজু রাজু পেয়েছেন ৩৭৯৭ ভোট।
মাগুরাশত্রুজিৎপুর ইউনিয়নের মুফতি ওসমান গনি মুছাপুরী হাতপাখা প্রতীকে ৪০৫১ পেয়ে বিজয়ী হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ৩২৩৭ ভোট।
কুড়িগ্রাম ভুরুঙ্গামারী ইউনিয়নের ডা. মানিক উদ্দিন বিজয়ী হয়েছেন ২১৮৫ ভোট পেয়ে। তার প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী পেয়েছেন ২১২৬ ভোট।
এনটি