আওয়ার ইসলাম ডেস্ক: উত্তরের জেলা দিনাজপুরে বাড়ছে শীতের প্রকোপ। বাড়ছে ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়াসহ শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যাও। এদের মধ্যে শিশুই বেশি। শিশুদের যত্নে আরও সচেতন হবার পরামর্শ চিকিৎসকদের।
শীতের শুরুতেই ডায়রিয়া, শ্বাসকষ্টসহ নানা রোগে আক্রান্ত হচ্ছেন বয়স্ক ও শিশুরা। শিশু হাসপাতালসহ অন্যান্য হাসপাতালেও নেই সিট খালি। অতিরিক্ত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে কর্তৃপক্ষ। এ অবস্থায় শিশুদের নিয়ে দুশ্চিন্তায় অভিভাবকরা। বেশ কয়েকজনই জানিয়েছেন, তাদের বাচ্চার নিউমোনিয়া হয়েছে।
তবে আতঙ্কিত না হয়ে শিশু ও বয়স্কদের যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। অরবিন্দ শিশু হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মনীন্দ্র নাথ রায় বলেন, বাচ্চার গায়ে যেন শীত না লাগে, সে ব্যাপারে বাবা-মাকে পরামর্শ দিচ্ছি। অল্প সর্দি কাশি হলেই চিকিৎসকের পরামর্শ নিন। না হয়, অতিরিক্ত বেশি হলে তাদের রোগটা মারাত্মক আকার ধারণ করে।
এম আব্দুর রহিম মেডিকেল কলেজ, জেনারেল হাসপাতাল এবং অরবিন্দ শিশু হাসপাতালে ভর্তি রয়েছে ২১৫ জন শিশু।
এনটি