নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>
ডিজেল-কেরোসিন, পরিবহন ভাড়া, চাল, ডাল, তেল, নুনসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর সীমাহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠন।
শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে খাগড়াছড়ি জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় ।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিলের সঞ্চলনায় বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন।
সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির যুগ্ম সম্পাদকও পার্বত্য জেলা পরিষদের সাবেক সদস্য অনিমেষ চাকমা রিংকু ,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর আব্দুর রব রাজা, যুবদলের জেলা সেক্রেটারি মোঃ ইব্রাহিম খলিল প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষদের দিশাহারা হয়ে পড়েছে। শ্রমজীবীও নিম্নআয়ের মানুষ চরম অবস্থায় দিন অতিবাহিত করছে।চারোদিকে আজ হাহাকার।
এ অবস্থায় দ্রুত দ্রব্যমূল্যের মূল্য কমানোর জন্য সরকারের প্রতি জোর দাবি জানান বক্তাগণ।
-এএ