সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় মাদরাসা শিক্ষার্থী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কে মোটরসাইকেল ও সিনএজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মো. আলামিন নামে এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে।

সোমবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার নন্দনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলামিন বিজয়নগর উপজেলার সিরাজ খানের ছেলে। সে আশুগঞ্জ বাজারের একটি মাদরাসায় পড়ালেখা করতো।

পুলিশ ও প্রতক্ষদর্শীরা জানান, সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহর থেকে তার এক সহপাঠীর সাথে মোটরসাইকেলে নিজ বাড়ি বিজয়নগরে যাচ্ছিলেন আলামিন। পথে সদর উপজেলার নন্দনপুর নামক স্থানে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিক্সার সাথে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এ সময় আলামিন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ২৫০ শয্যা বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. সাব্বির আহম্মেদ বলেন, মাথায় গুরুতর আঘাত নিয়ে সে হাসপাতালের এসেছিল। চিকিৎসা শুরুর আগেই তার মৃত্যু হয়েছে।

মাথায় অতিরিক্ত রক্তরক্ষণের আলামিনের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল আলম বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ