সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মুন্সিগঞ্জে নির্বাচনী সহিংসতায় আহত ২৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর ইউপি নির্বাচনী সহিংসতায় দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার ঘটনায় ২৮ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আজ রোববার (৭ নভেম্বর) ষোলঘর ইউনিয়নের বিভিন্ন স্থানে এই হামলার ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করা হয়েছে।

জানা গেছে, দুপুর দেড়টার দিকে ষোলঘর ইউপি চেয়ারম্যান ও নৌকার প্রার্থী আজিজুল ইসলামের নতুন বাড়ির সামনে ও ছনবাড়িতে নৌকার প্রচারণায় বাধা দেয় স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর সমর্থকরা।

এ সময় দুই দফায় নৌকার দুই সমর্থক হামলার শিকার হন। দুপুর দুইটার দিকে ইউনিয়নের কেয়টখালীতে তৃতীয় দফায় হামলার শিকার হন আরও একজন।

এছাড়াও বিকাল পৌনে ৪টার দিকে চতুর্থ দফায় হামলার ঘটনা ঘটে ঢাকা-মাওয়া মহাসড়কের ভূঁইচিত্র কবরস্থানের সামনে। এ সময় ১৫ জন নৌকার সমর্থক আহত হয়। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

খবর পেয়ে শ্রীনগর থানা পুলিশ ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী মোয়াজ্জেম হোসেন সেন্টুর সমর্থকরা পাল্টা অভিযোগ করেন নৌকার সমর্থকরা চশমা মার্কার প্রচারণায় হামলা চালায়। স্বতন্ত্র প্রার্থী সেন্টুর বড় ভাই কেন্দ্রীয় যুবলীগের সাবেক নেতা মো. জাকির হোসেন। তিনি দাবি করে বলেন, নৌকার সমর্থকরা আমাদের চশমা মার্কার প্রচারণায় বাধা প্রদান করে ও হামলা চালিয়ে ১০ কর্মীকে আহত করে।

এ সময় নৌকার প্রার্থী আজিজুল ইসলামের ছোট ভাই আল-আমিন অস্ত্রের গুলি ফাঁটিয়ে দেয়। এবং ১০/১২টি মোটরসাইকেল আটক করে রাখার অভিযোগ করেন তিনি।

নৌকা প্রতীকের প্রার্থী মো. আজিজুল ইসলাম অভিযোগ করে বলেন, বহিরাগত লোকজন নিয়ে আমার কর্মী সমর্থকের ওপর দফায় দফায় হামলা চালায়। এতে প্রায় আমার ১৮ কর্মী আহত হন। তারা চিকিৎসাধীন আছেন।

শ্রীনগর থানা অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, দুপুরের হামলার ঘটনায় আমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজীব আহমেদ সরেজমিনে গিয়ে মিমাংসা করে দিয়ে আসছি। মিমাংসার পরে বিকালের দিকে নৌকা প্রতীকের প্রচারণায় গেলে ওরা হামলার শিকার হয়। এখনো কোন অভিযোগ দায়ের হয়নি।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রণব কুমার ঘোষ জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম। প্রার্থী বা কেউ যদি অভিযোগ করে আমাদের নির্বাচন কমিশনের কাছে তাহলে ব্যবস্থা নেওয়া হবে। এরই মধ্যে আমরা জেলাতে জানিয়েছি। থানাতে এজাহার হইলে থানা তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেবে। এই ইউনিয়নটিতে যেহুতু সমস্যা বেশি হচ্ছে আমার টহল ও নজর বেশি থাকবে। অস্ত্রের ব্যবহারের বিষয়টি তার জানা নেই বলে জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ