সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

চট্টগ্রাম শহরে গণপরিবহণে নেয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া; ক্ষুব্ধ যাত্রীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুর আহমেদ সিদ্দিকী: বন্দরনগরী চট্টগ্রামের গণপরিবহণের অসাধু ড্রাইবার, হেলপাররা নির্দিষ্ট ভাড়ার চেয়ে দ্বিগুন ভাড়া নিচ্ছে। রোববার( ৭ নভেম্বর) বিকেলে সরেজমিনে দেখা যায়, মহানগরে গণপরিবহণে ৫ টাকার ভাড়া নিচ্ছে ১০ টাকা করে।

আজ বিকেল ৫ টায় বিআরটিএ চেয়ারম্যান নূর মুহাম্মদ মজুমদার পরিবহণ মালিকদের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের জানান, ডিজেল চালিত পরিবহণের ভাড়া সোমবার (৮ নভেম্বর) থেকে বাড়ছে। দূরপাল্লার গণপরিবহণের ভাড়া প্রতি কিলোমিটার ১ টাকা ৮০ পয়সা এবং ঢাকা ও চট্টগ্রামে প্রতি কিলোমিটারে বেড়ে ২ টাকা ১৫ পয়সা করা হয়েছে।

তিনি জানান, আগামীকাল থেকে নতুন ভাড়ার হার কার্যকর করা হবে। আজ রাতে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে। তবে সিএনজির চালিত বাস ও মিনিবাসের ভাড়া থাকবে পূর্বের ন্যায়।

বিআরটিএ চেয়ারম্যান সিএনজি চালিত বাস ও মিনি বাসের ভাড়া পূর্বের ন্যায় থাকার কথা বললেও চট্টগ্রামে দেখা গেছে তার বিপরীত চিত্র। রোববার বিকেলে সিএনজি চালিত বাস ও মিনিবাস পাঁচ টাকার ভাড়া নিচ্ছে দশ টাকা করে। এতে ক্ষুব্ধ যাত্রীরা। ভাড়া বৃদ্ধিতে বাকবিতণ্ডা করতে দেখা গেছে পতেঙ্গা ইপিজেডে কর্মরত নারী পোশাক শ্রমিকদের।

চট্টগ্রাম কর্ণফুলী ইপিজেডে কর্মরত সাদিয়া আফরিন নামের এক নারী পোশাক শ্রমিক জানান, তিনি পতেঙ্গা স্টীলমিল বাজার থেকে মিনি বাসে করে কাটগড়ে নামেন। যেখানে পূর্বের ভাড়া ছিল ৫ টাকা সেখানে তার কাছ থেকে ১০ টাকা নেওয়া হয়েছে।

এমন অভিযোগ অনেকের। পরিবহণ নৈরাজ্য রোধে কর্তৃপক্ষে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি জানান যাত্রীরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ