আওয়ার ইসলাম ডেস্ক: ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ার প্রতিবাদে সুনামগঞ্জে দুইদিনের ধর্মঘট চলছে। শুক্রবার (৫ নভেম্বর) সকাল থেকে শুরু হয় এই ধর্মঘট।
শহরের পুরাতন বাস্ট্যান্ড ও নতুন বাস্ট্যান্ড ঘুরে দেখা যায়, ভোর থেকে সুনামগঞ্জের সকল দূরপাল্লার বাস সারিবদ্ধ করে রেখে চালক ও সহকারীরা চলে গেছেন। কেউ বা গাড়ির পাশে বসে আছেন নিশ্চুপ হয়ে।
সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এজন্য শুক্র ও শনিবার সুনামগঞ্জ থেকে কোনো দূরপাল্লার বাস চলবে না। আমরা ধর্মঘট বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধ।
-এএ