আওয়ার ইসলাম ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত দুই বাংলাদেশির লাশ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে থানা পুলিশের কাছে লাশ দুইটি হস্তান্তর করা হয়েছে।
শুক্রবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি দল কানাইঘাট থানা পুলিশের কাছে লাশ দুটি হস্তান্তর করে।
পুলিশ নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করার পর তাদের লাশের ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই বাংলাদেশির লাশ সীমান্ত রেখায় নোম্যান্সল্যান্ডে পড়েছিল। শুক্রবার বিজিবি লাশ দুটি উদ্ধার করে থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে।
বুধবার (৩ নভেম্বর) সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্তের ১৩৩১ পিলার সংলগ্ন এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হন।
নিহতরা হলেন-কানাইঘাট সীমান্তবর্তী এরালীগুল গ্রামের আব্দুল লতিফের ছেলে আসকর উদ্দিন (২৫) এবং একই গ্রামের আব্দুল হান্নানের ছেলে আরিফ উদ্দিন (২২)।
নিহতের স্বজনরা জানান, মঙ্গলবার বিকেলের দিকে তারা বাড়ি থেকে বের হয়ে স্থানীয় লালবাজারে যান। এরপর তারা আর বাড়িতে ফেরেননি।
-এএ