।। মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী।।
চট্টগ্রাম প্রেসক্লাবে জাতীয় সিরাত কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় মহানবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর জীবনচরিত আলোচনা অনুষ্ঠান ‘জাতীয় সিরাত কনফারেন্স-২০২১ চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হল-এ অনুষ্ঠিত হয়।
শিক্ষা ও গবেষণামূলক সংস্থা রিসালাতুল খাইর-এর ব্যবস্থাপনা ও আল্লামা আবুল খাইর ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় সীরাত কনফারেন্সে সভাপতিত্ব করেন, খ্যাতিমান আরবি সাহিত্যিক, জামিয়া দারুল মাআরিফ আল ইসলামিয়ার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল আল্লামা সুলতান যওক নদভী।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, প্রফেসর ড. সাইয়েদ আবু নোমান, অধ্যক্ষ, বায়তুশ শরফ কামিল মাদরাসা, আল্লামা ফুরকানুল্লাহ খলিল, মুহাদ্দিস ও উপপরিচালক, জামিয়া দারুল মাআরিফ চট্টগ্রাম, ইসলাম টাইমসের সম্পাদক, বিশিষ্ট সাহিত্যিক মাওলানা শরীফ মুহাম্মদ, বিশিষ্ট সিরাত গবেষক ও ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারাল অলিম্পিয়াডের চেয়ারম্যান, মুসা আল হাফিজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও ইসলামী ব্যাংকসমূহের শরিয়াহ কাউন্সিলের চেয়ারম্যান, ড. মুহাম্মদ গিয়াসুদ্দিন তালুকদার ও আলজামিয়া আলইসলামিয়া পটিয়ার সহকারী পরিচালক, ইসলামি চিন্তাবিদ, মাওলানা ওবাইদুল্লাহ হামযাহ, অধ্যাপক আলাউদ্দিন চৌধুরী ও মাওলানা আফিফ ফুরকান মাদানী প্রমুখ।
এছাড়াও জাতীয় ও স্থানীয় বিজ্ঞ আলেম, শিক্ষাবিদ ও সুধীবৃন্দ নির্ধারিত বিষয়ের ওপর আলোচনা পেশ করেন।
এনটি