সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

সাতকানিয়ায় ১০ মাসে ৫৪ অগ্নিকাণ্ড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় গত ১০ মাসে ৫৪টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় সাড়ে ৪০ লাখ টাকার মতো। ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে প্রায় সাড়ে তিন কোটি টাকার মালামাল।

এসব দুর্ঘটনায় আহত চারজন চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম ও ঢাকার বিভিন্ন হাসপাতালে মারা যান। এছাড়া একই সময়ে ১৪টি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ৬ জন। আর আহত হয়েছেন তিনজন। অগ্নিকাণ্ড ও সড়ক দুর্ঘটনার পাশাপাশি ডুবুরি অভিযান ও পশু উদ্ধারেও দুটি অভিযান চালায় সাতকানিয়ার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম।

বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের অনুষ্ঠানে এসব তথ্য জানান সাতকানিয়া ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন।

ফায়ার স্টেশন প্রাঙ্গণে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ জোহরা।

সিনিয়র স্টেশন অফিসার এসএম হুমায়ুন কার্ণায়নের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া থানার ওসি মো. আনোয়ার হোসেন, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন- ভারপ্রাপ্ত উপজেলা কৃষি কর্মকর্তা প্রতাপ চন্দ্র রায়, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা শাহেনাজ বেগম, সাতকানিয়া মডেল হাইস্কুলের সিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম, সাতকানিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের জালাল আহমদ ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, সাংবাদিক ও ফায়ার স্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠান শেষে অগ্নিকাণ্ড প্রতিরোধে নানা ধরনের কৌশল শেখায় ফায়ার সার্ভিসের সদস্যরা।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ