সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে শ্রমিক ও শ্রমিকের পরিবারকে অর্থ সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আলী যুবায়ের খান
ময়মনসিংহ জেলা প্রতিনিধি>

ময়মনসিংহ জেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক সেক্টরের শ্রমিক ও শ্রমিকের পরিবারের সদস্যদেরকে 'বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে'র 'শ্রমিক কল্যাণ তহবিল' হতে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ৫৬ জন সুবিধাভোগীর কাছে মোট ২৬ লক্ষ ১৫ হাজার টাকার চেক বিতরণ করেন।

চেক বিতরণ অনুষ্ঠানে আঞ্চলিক শ্রম দপ্তর, ময়মনসিংহের উপ পরিচালক জনাব মির্জা ইকবাল মাহমুদ উপস্থিত ছিলেন।

জানা যায়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল হতে চিকিৎসার জন্য সর্বোচ্চ ১ লক্ষ টাকা, কর্মরত অবস্থায় কোন শ্রমিক মারা গেলে তার পরিবারকে সর্বোচ্চ ২ লক্ষ টাকা, কর্মরত কোন নারী শ্রমিক গর্ভবতী হলে তার আর্থিক সহায়তা বাবদ ২৫ হাজার টাকা, সরকারি মেডিকেল কলেজ, সরকারি প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনারত শ্রমিকের সন্তান সর্বোচ্চ সর্বোচ্চ ৩ লক্ষ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়ে থাকে।

এসব আর্থিক সহায়তা বা শিক্ষাবৃত্তির জন্য শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mole.gov.bd হতে বা শ্রম অধিদপ্তর বা কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের স্থানীয় কার্যালয় হতে নির্দিষ্ট ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন দাখিল করতে হয়। দাখিলকৃত আবেদন যাছাই বাছাই করে শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয় হতে আর্থিক সহায়তার চেক ইস্যু করা হয়।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ