আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লা নগরীর চকবাজার এলাকার তেহরি পট্টিতে আগুনে প্রায় ১০টি দোকান পুড়ে ছাই গেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
আজ বৃহস্পতিবার সকালে কুমিল্লা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. বজলুর রশিদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়।
বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ মোহাম্মদ পারভেজ জানান, অগ্নিকাণ্ডে চালের গুদাম, মোবাইল ফোনের দোকানসহ ১০টি দোকান পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
মো. বজলুর রশিদ বলেন, নগরীর ফায়ার সার্ভিস এবং ইপিজেড ফায়ার সার্ভিসের ২টি করে মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রাথমিকভাবে ধারণা করছি, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত-সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনো জানা যায়নি।
-এএ