আওয়ার ইসলাম ডেস্ক: নরসিংদীর পলাশের ঘোড়াশালে প্রাণ-আরএফএল গ্রুপের একটি ফ্রোজেন ফুড তৈরি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্কের ১৩ নম্বর ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
নরসিংদী ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. নুরুল ইসলাম জানান, সন্ধ্যা পৌনে ছয়টার দিকে বিস্ফোরণের মত শব্দ হয়, এরপর ভবনটির তৃতীয় ও চতুর্থ তলায় আগুনের লেলিহান শিখা দেখতে পান শ্রমিকরা।
তিনি বলেন, ওই সময় প্রতিষ্ঠানটির নিজস্ব অগ্নিনির্বাপক দল ওই আগুন নেভানোর চেষ্টা করে এবং দ্রুততম সময়ে কর্মরত শ্রমিকদের সরিয়ে নেওয়া হয়।
অগ্নিকাণ্ড ভয়াবহ রূপ ধারণ করলে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। প্রথমে পলাশ ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করে। পরে নরসিংদীসহ আশপাশের মোট ৯টি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের সময় সব শ্রমিককে দ্রুত সরিয়ে নেওয়া হয়। এসময় পাঁচজন শ্রমিক আহত হয়েছেন। তাদের মধ্যে ৪ জনকে কারখানার ভেতরে মেডিকেল সেন্টারে ও একজনকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
-এএ