সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

গোয়াইনঘাটে ফারুক আহমদ স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>

গোয়াইনঘাট প্রবাসী সমাজ কল্যান পরিষদে পক্ষ থেকে দুবাইয়ে মৃত্যুবরনকারী গোয়াইনঘাটের নন্দীরগাঁও গ্রামের ফারুক আহমদের পরিবারের কাছে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়।

পর্যায় ক্রমে আরও সাহায্য দেওয়া হবে জানান, প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাবেক সভাপতি হাফেজ আব্দুল মুবিন।

সাথে ছিলেন, মালয়েশিয়া প্রবাসী সাংবাদিক আমির উদ্দিন, গোয়াইনঘাট প্রবাসী পরিষদ এর নন্দীরগাও ইউনিয়নের প্রধান সমন্বয়ক নাসির উদ্দিন, সালুটিকর বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক শামীম আহমদ সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

পরে শুক্রবার (২৯ অক্টোবর) বিকাল ৩ টায় জামেয়া ইসলামিয়া দারুস সালাম নন্দিরগাঁও মাদরাসার মিলনায়তনে ফারুক আহমদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিলে অংশগ্রহণ করেন।

জামেয়ার প্রতিষ্ঠাতা পরিচালক ও মুহতামীম মাওলানা রফিক আহমদ মহল্লীর সভাপতিত্বে, জামেয়ার সহকারী শিক্ষক হাফেজ মাওলানা আতিকুর রহমান ইমরানের সঞ্চলনায় এবং মাদ্রাসার ছাত্র আব্দুর রহমানের তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন, জামেয়ার সদরুল মুদাররিস মাওলানা ফয়েজ আহমদ, নাজিমে তালিমাত মাওলানা আইয়ুব আলী, আল হান্নান ছাত্র সংসদ জামিয়া দারুস সালামের সভাপতি মাওলানা আলী হুসাইন।

প্রবাসীদের মধ্যে ছিলেন বাবুল আহমদ, শামিম আহমদ, ইয়াকুব আলি, ইনছান আলী, আব্দুল কাইয়ুম, মাষ্টার আবুল হোসাইন, মাওলানা ফয়েজ আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সমাজসেবী নাছির উদ্দিন,ইকবাল আহমদ, ছড়াকার লোকমান হাফিজ, আজিম উদ্দিন, ফখরুল ইসলাম, শিব্বির আহমদ। প্রাক্তন ছাত্র পরিষদ ও সিলেট শহরস্থ ছাত্র পরিষদের নেতৃবৃন্দ এবং অত্র জামেয়ার শিক্ষার্থীবৃন্দ।

পরিশেষে সভাপতির দোয়ার মাধ্যমে সভার ইতি ঘোষণা করা হয়।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ