আওয়ার ইসলাম ডেস্ক: নওগাঁ সদরে পুকুরে গোসল করতে গিয়ে ভাই-বোনসহ একসঙ্গে চার শিশুর মৃত্যু হয়েছে।
আজ শনিবার দুপুর দেড়টার দিকে সদরের আরজি নওগাঁ শেরপুর এলাকায় এ ঘটনাটি ঘটেছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম জুয়েল। মৃত শিশুরা হলো- আরজি নওগাঁ শেরপুর গ্রামের টুকু মন্ডলের মেয়ে সুরাইয়া খাতুন (৯) ও ছেলে ফরহাদ হোসেন (৬), একই এলাকার আব্দুস সালাম মন্ডলের মেয়ে খাদিজা আক্তার (৬) এবং আনোয়ার হোসেনের মেয়ে আশা আক্তার (৮)।
নিহত শিশুদের পরিবার ও আত্মীয় সূত্রে জানা গেছে, বাড়ির কাছের একটি পুকুরে ছয় শিশু গোসল করতে যায়। পুকুরে গোসল শেষে দুজন শিশু বাড়িতে চলে যায়। অন্য চার শিশু বাড়িতে না ফেরায় পুকুরে গিয়ে খোঁজাখুঁজি করেন স্বজনরা।
খোঁজাখুঁজির একপর্যায়ে বিকেল ৩টার দিকে কাদায় আটকে থাকা অবস্থায় চার শিশুকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিক তাদেরকে নওগাঁ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক চার শিশুকেই মৃত ঘোষণা করেন।
-এটি