সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
সৌদির সেবা কোম্পানির সঙ্গে হজ এজেন্সির চুক্তির নির্দেশনা মহেশখালী থানার বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত ১১ জন আসামি গ্রেফতার বৃষ্টির সময় কাবা প্রাঙ্গণে নামাজ আদায় ওমরা পালনকারীদের নিউ বসুন্ধরা রিয়েল এস্টেট গ্রাহকদের মূলধন ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন মাওলানা আতহার আলীকে বাদ দিয়ে জাতীয় ইতিহাস রচিত হতে পারে না: ধর্ম উপদেষ্টা জরুরি সভা ডাকল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে রোপা আমন ধান কাটা শুরু চাঁদপুর হিফজুল কুরআন প্রতিযোগিতায় জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহর সাফল্য বগুড়ায় আন্দোলনে নিহত রিপনের মরদেহ কবর থেকে উত্তোলন কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন অনুষ্ঠিত

মাজার থেকে ফেরার পথে সড়কে যুবকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাজারের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত শফিকুল ইসলাম রুমান (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার রাত পৌনে ১টার দিকে ঢাকার হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন থেকে তিনি মারা যান।

নিহত শফিকুল ইসলাম রুমান উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেংরা গ্রামের হোসাইন আলী আকন্দের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, গত রোববার দিবাগত রাতে উপজেলার বরমী ইউনিয়নের সাতখামাইর চেরাগ আলী মাজারে সাপ্তাহিক অনুষ্ঠান হয়। সেখানে অংশগ্রহণ করে রাত ১২টার দিকে নিজ মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রুমান।

মাওনা-বরমী আঞ্চলিক সড়কের তেলিহাটি ইউনিয়ন ভূমি অফিসের পূর্ব পাশে পৌঁছলে পেছন দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মালবাহী ট্রাক তার মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মাথায় ও পায়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। সেখানে শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন সোমবার রাতে মারা যান রুমান।

শ্রীপুর থানার ওসি খন্দকার ইমাম হোসেন বলেন, খবর পেয়ে ওই রাতেই ঘটনাস্থল থেকে ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান ওসি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ