আওয়ার ইসলাম ডেস্ক: রাশিয়া জানিয়েছে, শুক্রবার জাপান সাগরে রুশ-চীনা নৌ-মহড়ার সময় রাশিয়ার আঞ্চলিক জলসীমায় ঢুকে পড়া একটি মার্কিন যুদ্ধ জাহাজকে তাড়িয়ে দিয়েছে রাশিয়ার সামরিক জাহাজ।
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি।
রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়ার অ্যান্টি-সাবমেরিন জাহাজের অ্যাডমিরাল ট্রাইবুটস যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস চ্যাফিকে সতর্ক করে বলেছিল যে, তারা ‘গোলাবারুদ ছুঁড়ে অনুশীলন চলমান থাকার কারণে নৌ চলাচল নিষিদ্ধ এমন এলাকায় ঢুকে পড়েছে’।
রুশ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এরপরও মার্কিন যুদ্ধ জাহাজটি তাদের গতি পথ পরিবর্তন করছিল না এবং এর পরিবর্তে তারা পতাকা উত্তোলন করে ইঙ্গিত দিচ্ছিল যে তারা তাদের ডেক থেকে একটি হেলিকপ্টার উড়ানোর প্রস্তুতি নিচ্ছে, যার অর্থ জাহাজটি এখন গতি কমাতে এবং গতিপথ পরিবর্তন করতে অক্ষম।
তখন নেভিগেশনের আন্তর্জাতিক নিয়মের কাঠামোর মধ্যে কাজ করে, রুশ অ্যাডমিরাল ট্রাইবুটস রাশিয়ার আঞ্চলিক জলসীমায় অনুপ্রবেশকারী জাহাজটিকে বিতাড়িত করার জন্য তাড়া করেন।
এরপর যখন দুটি জাহাজের মধ্যে ব্যবধান মাত্র ৬০ মিটারেরও কম ছিল, তখন মার্কিন জাহাজটি শেষ পর্যন্ত গতিপথ পরিবর্তন করে সরে যায়।
গত চার মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো রাশিয়া বলছে যে, তারা তাদের জলসীমা থেকে ন্যাটোর কোনো সদস্য দেশের যুদ্ধজাহাজকে তাড়া করেছে। জুনে রাশিয়া ব্রিটিশ যুদ্ধজাহাজ ডিফেন্ডারকে কৃষ্ণ সাগরে তাদের আঞ্চলিক জলসীমা লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে এবং বলেছিল যে, তারা জাহাজটিকে সতর্কীকরণ গুলি করে দূরে সরিয়ে দিয়েছে এবং তার গতিপথে বোমা ফেলেছে।
ব্রিটেন ওই ঘটনায় মস্কোর বিবরণ প্রত্যাখ্যান করেছে, যা ইউক্রেনের ক্রিমিয়ার উপদ্বীপের কাছে ঘটেছে। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল করে নেয়, যা এখনো আন্তর্জাতিকভাবে স্বীকৃত নয়। লন্ডন সে সময় বলেছিল যে, তাদের জাহাজ ইউক্রেনের জলসীমায় বৈধভাবে কাজ করছে।
এর আগে শুক্রবার রাশিয়া বলেছে যে, তারা জাপান সাগরে চীনের সঙ্গে যৌথ নৌ মহড়া করছে এবং কিভাবে একসঙ্গে কাজ করা যায় ও গোলাবারুদ ছুঁড়ে শত্রুদের ভাসমান মাইনগুলো ধ্বংস করা যায় তা অনুশীলন করেছে।
রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক শীতল যুদ্ধের পরে এখন সর্বনিম্ন পর্যায়ে রয়েছে, যদিও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সপ্তাহে বলেন যে, তিনি তার মার্কিন প্রতিপক্ষ জো বাইডেনের সঙ্গে একটি দৃঢ় সম্পর্ক স্থাপন করেছেন এবং দুই দেশের সম্পর্কে উন্নতির সম্ভাবনা দেখছেন।
এনটি