জুলফিকার জাহিদ।।
ভারতের প্রখ্যাত আলেম ও মুবাল্লিগ মাওলানা কালিম সিদ্দিকীকে ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ হয়েছে। এছাড়া তার সাথে গ্রেপ্তার অন্যদের ছেড়ে দেওয়া হতে পারে বলে আশ্বাস রয়েছে। খবর মিল্লাত টাইমসের।
গতকাল (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার রাতে মাওলানা কালিম সিদ্দিকীকে তার চার সাথীসহ উঠিয়ে নিয়ে যায় উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড (ইউপিএটিএস)।
আজ (২২ সেপ্টেম্বর) বুধবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য প্রশান্ত কুমার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
মাওলানা কালিম সিদ্দিকীকে কোর্টে হাজির করে তার রিমান্ড চাওয়া হয়, কিন্তু আদালতের পক্ষ থেকে রিমান্ডের আবেদন মঞ্জুর নাকচ করে ১৪ দিনের জন্য আদালতের হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
এডভোকেট আবু বকর সাবকের মতে, আদালত আইনজীবিদের যুক্তিতর্ক মনোযোগ সহকারে শোনার পরে মাওলানা কালিম সিদ্দিকীর সাথে ইউপিএটিএ‘র ( উত্তর প্রদেশ সন্ত্রাসবিরোধী স্কোয়াড) আচরণের নিন্দা জানিয়েছেন এবং রিমান্ড আবেদন প্রত্যাখ্যান করে তাকে ১৪ দিনে জন্য আদালতের হেফাজতে কারাগারে রাখার নির্দেশ দিয়েছেন।
এডভোকেট আবু বকর সাবাক আরো জানান, মাওলানা কালিম সিদ্দিকীর মামলা ওমর গৌতম কেসের সাথে যুক্ত করা হয়েছে। এ কারণে এ মামলার প্রক্রিয়া কিছুটা লম্বা হবে বলে জানান তিনি।
এনটি