বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

একনজরে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ. এর বর্ণাঢ্য জীবন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: আল্লামা শাহ আহমদ শফী একজন ইসলামি ব্যক্তিত্ব, হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও দায়িত্বপ্রাপ্ত আমির। তিনি একইসঙ্গে বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান। তিনি দারুল উলুম মুঈনুল ইসলামের হাটহাজারীর মহাপরিচালক ছিলেন।

[caption id="" align="aligncenter" width="281"]May be an image of text বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

শাহ আহমদ শফী চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার পাখিয়ারটিলা গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম ও ভারতের দারুল উলুম দেওবন্দ মাদরাসায় শিক্ষালাভ করেন।

আল্লামা শফী আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলামে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন। ২০১০ সালে হেফাজতে ইসলাম নামে একটি ধর্মীয় সংগঠন প্রতিষ্ঠা করেন।

১৯৮৬ সালে হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক পদে যোগ দেন আহমদ শফী। এরপর থেকে টানা ৩৪ বছর ধরে তিনি ওই পদে ছিলেন।

May be an image of 1 person and text that says 'শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ. ২২ থেকে সেপ্টেম্বর যাা থাকছে লাইভ আলোচনা সভা পুরস্কারভিত্তিক কুইজ প্রতিযোগিতা শায়খুল ইসলাম রহ-এর মালফুজাত প্রকাশ শায়খুল ইসলাম রহ.-এর খোলাফা, শাগরেদ আত্মীয়স্বজন ও প্রিয়জনদের লেখা প্রকাশ (শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহ.কে নিয়ে আপনার যেকোনো লেখা বা ভিডিও থাকলে মেইল করুন- ourislammedia@gmail.com পুরো সপ্তাহব্যাপী আয়োজনে যত্নের সঙ্গে আপনার লেখা ছাপানো হবে পথে OUR তথ্যেরসাথে İSLAM সবেদমতামতবিত্বেমশ বণত্য জীবন চর্চা ও গবেষণা সপ্তাহ ২০২১ ourislam24.com ও ourislam tv এর সঙ্গেই থাকুন'

তার লেখা বইয়ের মধ্যে রয়েছে; বাংলা ভাষায়- হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্ব, ইসলামী অর্থ ব্যবস্থা, ইসলাম ও রাজনীতি, সত্যের দিকে করুন আহ্বান, সুন্নাত ও বিদ-আতের সঠিক পরিচয় এবং উর্দু ভাষায়- ফয়জুল জারি (বুখারির ব্যাখ্যা), আল-বায়ানুল ফাসিল বাইয়ানুল হক ওয়াল বাতিল, ইসলাম ও ছিয়াছাত এবং ইজহারে হাকিকাত।

ছাত্র বিক্ষোভের মুখে অবরুদ্ধ অবস্থায় অসুস্থ হয়ে পড়েন আল্লামা শাহ আহমদ শফী। মাদ্রাসার দায়িত্ব থেকে অব্যাহতি নেয়ার পর বৃহস্পতিবার রাত ১২টার দিকে ফায়ার সার্ভিসের একটি অ্যাম্বুলেন্সে করে তাকে চট্টগ্রাম হাসপাতালে নেয়া হয়।

[caption id="" align="aligncenter" width="306"]No photo description available. বইটি সংগ্রহ করতে ছবিতে ক্লিক করুন।[/caption]

শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের আইসিইউতে থাকা আল্লামা শফীকে এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার সন্ধ্যার আগে ঢাকায় এনে আজগর আলী হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

প্রায় শতবর্ষী আল্লামা আহমদ শফী দীর্ঘদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত দুর্বলতার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্টে ভুগছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ