আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ ভারতের হায়দরাবাদের সাংসদ ও মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির দিল্লির বাসভবনে হামলা হয়েছে।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটে। আসাদউদ্দিন ওয়াইসির বাড়ি নয়াদিল্লির অশোকা রোডে অবস্থিত।
আরো পড়ুন: হাইকোর্টে জামিন চেয়েছেন মাওলানা রফিকুল ইসলাম মাদানী
নাশকতার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি পুলিশ। হামলার সময় আসাদউদ্দিন ওয়াইসি বাড়িতে ছিলেন না।
কলকাতা থেকে যুবনেতা সাবির গাফফার গণমাধ্যমকে জানান, সাংসদ ও সর্বভারতীয় মজলিশে-ই ইত্তেহাদুল মুসলিমিনের জাতীয় সভাপতি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসির বাড়িতে চরমপন্থীদের হামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, দিল্লির অশোকা রোডে তার বাড়ির জানালার কাঁচ এবং প্রবেশদ্বারের একাংশ ভেঙে দেওয়া হয়েছে।
আরো পড়ুন: কুইজের উত্তর দিয়ে জিতে নিন নগদ ৫০০ টাকা ও বই
বিজেপি শাসিত উত্তর প্রদেশের নির্বাচনের প্রাক্কালে ওয়াইসি যখন দলিত, সংখ্যালঘু দলগুলোকে সরকারের বিরুদ্ধে একজোট করছিলেন, তখনই তার বাড়িতে হামলার ঘটনাটি ঘটেছে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা, মিল্লাত টাইমস।
-এএ