বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

নতুনভাবে সংস্কার করা হলো জান্নাতি পাথর ‘হাজরে আসওয়াদ'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম সৌদি আরবের মক্কা মোকাররমার মসজিদে হারামে অবস্থিত জান্নাতি পাথর ‘হাজরে আসওয়াদকে’ নতুনভাবে সংস্কার করা হয়েছে।

পবিত্র দুই মসজিদের বিষয়ক প্রেসিডেন্সি ‘হাজরে আসওয়াদকে’ সোনার পানিতে তৈরি রুপোর তার দিয়ে নতুনভাবে মোড়ানো হয়েছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার পর সুগন্ধিও ব্যবহার করা হয়েছে।

সৌদি আরবের বাদশাহ আবদুল আজিজ কমপ্লেক্সের জনসংযোগ ও তথ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমেদ বিন মাসাদ আল-সুয়াইহারি, যিনি কাবা ঘরের গিলাফ প্রস্তুতির দায়িত্বপ্রাপ্ত তিনি বলেন, কাবা রক্ষণাবেক্ষণে চব্বিশ ঘন্টা সিকিউরিটি নিযুক্ত রয়েছে। কোন কিছু মেরামত করতে হলে অবিলম্বে করা হয়। খুব অল্প সময়ের ব্যবধানে সেটি সম্পন্ন করা হয়। কাবার বিভিন্ন অংশে মেরামতের জন্য একটি প্রশিক্ষিত ও জাতীয় দল রয়েছে, যারা মসজিদ আল-হারামে কাবা গিলাফ ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করার দায়িত্বে নিয়োজিত।

রক্ষণাবেক্ষণ বিভাগের পরিচালক ফাহদ বিন হাজিদ আল-জাবরি বলেন, মসজিদ হারামে কাবার গিলাফের যত্ন নেওয়া হয়, কালো পাথর পরিষ্কার করা হয়, রক্ষণাবেক্ষণ করা হয় এবং এর ফ্রেম রূপালী তার দিয়ে মেরামত করা হ।য় তার উপর সোনালি পানি ঢেলে সাজানো হয়। প্রয়োজন হলেই আমরা এ মেরামতের কাজ করি।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ