আন্তর্জাতিক ডেস্ক: তালেবান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের দূত দেবোরাহ লিওনস। বৃহস্পতিবার তালেবানের মুখপাত্র সুহাইল শাহিন এ তথ্য নিশ্চিত করেন।
তালেবান মুখপাত্র টুইটবার্তায় জানান, আফগান জনগণের জন্য জরুরি ভিত্তিতে মানবিক সহায়তা দেওয়ার বিষয়ে বুধবার কাবুলে নিযুক্ত জাতিসংঘ মিশনের প্রধান দেবোরাহ লিওনস ও সিরাজুদ্দিন হাক্কানির মধ্যে বৈঠক হয়েছে।
আফগান স্বরাষ্ট্রমন্ত্রী জাতিসংঘ দূতকে বলেন, কোনো বাধা ও ভয়ভীতি ছাড়াই জাতিসংঘের কর্মীরা আফগানিস্তানে কাজ করতে পারবেন। জনগণকে সহায়তা করতে পারবে জাতিসংঘ। তবে বৈঠকটি কোথায় অনুষ্ঠিত হয়েছে তা স্পষ্ট করেননি তালেবানের মুখপাত্র।
দুই দশক ধরে বিদেশি সহায়তার ওপরই নির্ভর করে আসছে আফগানিস্তান। তবে তালেবান ক্ষমতায় আসার পর সম্প্রতি সহায়তা বন্ধ করে দিয়েছে বিশ্বের বহু দেশ। ফলে গভীর সংকটের মুখে পড়েছে আফগানরা। এমন পরিস্থিতিতে তাদের সহায়তার বিষয় নিয়ে এ বৈঠক হয়।
-কেএল